আজ ফলহারিণী অমাবস্যা। ভক্তরা ভিড় জমাচ্ছেন মায়ের মন্দিরে। কেন এই পুজো এত গুরুত্বপূর্ণ? ফলহারণী অমাবস্যার ইতিহাস জানেন?
ফলহারিণী অর্থাৎ ফল হরণ করেন যিনি। যে আপনার অশুভ ফল হরণ করে তাঁকেই বলে ফলহারিণী। তিনি আর কেউ নন বরং স্বয়ং দেবী তারা মা।
জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদাদেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন।
এই তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু বিশ্বাস অনুসারে, এই তিথিতে দেবীর পুজো আরাধনা করলে অশুভ শক্তি নাশ হয়, শুভ ফল প্রাপ্ত হয়।
পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান। তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই।
এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে। এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করতে পারেন আম, জাম ও লিচু। এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷
বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা। দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার। অশুভ শক্তি দূর হয়ে পাবেন শুভ শক্তির যোগান।
মনে রাখবেন, এই দিনে যে ফল নিবেদন করা হয় সারা বছর আর সেই ফল খাওয়া যায় না। (বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।)