1st June, 2025

তামা-কাঁসার পাত্রে ঠাকুরকে নৈবেদ্য দেন? জানেন তা শুভ না অশুভ?

TV9 Bangla

Credit -  Freepik, X

অনেকের বাড়ির যে কোনও পুজো বা শুভ অনুষ্ঠানে কাঁসার বা তামার পাত্রে সাজিয়ে গুছিয়ে নৈবেদ্য পরিবেশন করা হয়।

ঠাকুরঘরে দৈনন্দিনভাবে কাঁসা বা স্টিলের পাত্রেই ভোগ নিবেদন করা হয়। তবে অন্য এক পাতাতে নৈবেদ্য দিলে ঠাকুর বেশি সন্তুষ্ট হন। জানেন তা কী?

বাঙালি পরিবারে ঠাকুরের জন্য কাঁসার বা স্টিলের বাসনপত্রের গুরুত্ব রয়েছে। অবশ্য ভারতের দক্ষিণের দিকের পুজোর রীতি-নীতিতে রয়েছে বেশ পার্থক্য।

সেখানে সকল ধর্মীয় আচার অনুষ্ঠানেই কলা পাতাই প্রাধান্য পায় বেশি। হিন্দু ধর্মে মনে করা হয়, কলা পাতায় ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবী বাস করেন।

তাই হিন্দুধর্মে প্রতিটি শুভ কাজে কলা পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। বিবাহ, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো বহু শুভকাজে কলা পাতা ও কলা গাছের ব্যবহার রয়েছে।

বাস্তুশাস্ত্র অনুসারে কলা পাতা ব্যবহার করলে বাড়িতে শান্তি আসে। তবে সকস দেবদেবীই যে কলা পাতায় নৈবেদ্য নিবেদন পছন্দ করেন, তা নয়। তা হলে কোন কোন দেবদেবীর কলা পাতা পছন্দ, জেনে নিন।

ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী, গণেশ ও দেবী দুর্গা এই চার দেব-দেবী কলাপাতায় নৈবেদ্য পরিবেশন করলে খুশি হন। যার ফলে যিনি ভোগ নিবেদন করছেন, তাঁর অর্থকষ্ট ঘুচে যায়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুধর্ম থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।