29 June 2024
বর্ষায় এভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নিন, দূর হবে পিম্পলস
credit: istock
TV9 Bangla
দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে অবশেষে। প্রচণ্ড গরম, দাবদাহ থেকে স্বস্তি দিয়ে শুরু হয়েছে বৃষ্টি। টানা গরমের হাত থেকে রেহাই পেয়েছে চুল থেকে ত্বকও।
গরমের থেকে বর্ষা কিছুটা স্বস্তিদায়ক হলেও এই সময় ত্বক সংক্রান্ত সমস্যা বাড়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকেও ত্বকে তৈলাক্ত ও চিটচিটে ভাব হয়।
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ত্বকও তৈলাক্ত হয়ে পড়ে। ফলে ব্রণ, পিম্পলসের সমস্যা বাড়ে।
অনেকেরই ত্বক তৈলাক্ত। তাঁদের বর্ষার সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
বর্ষাকালে ত্বক পরিষ্কার করতে ক্লিনজার ব্যবহার করুন। এতে মুখের প্রাকৃতিক তেল বজায় থাকবে।
বর্ষাকালে হালকা ও জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। তাহলে আপনার ত্বক বেশি তৈলাক্ত হবে না।
ত্বক হাইড্রেটেড ও সতেজ রাখতে সাহায্য করে টোনার। বর্ষাকালে এটা ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে। তাই বর্ষাকালে অবশ্যই মুখে টোনার লাগান।
বর্ষাকালে আর্দ্রতার কারণে ত্বকে ময়লা ও তেল লেগে থাকে। তাই সপ্তাহে একবার এক্সফোলিয়েশন করুন।
আরও পড়ুন