18 March 2024

ঘরোয়া উপাদানেই মিলবে ব্রণ থেকে মুক্তি

credit: istock

TV9 Bangla

বসন্ত পেরিয়ে গরম আসতে চলেছে। এখনও মুখ থেকে তেল ঝরছে? এর কারণ তৈলাক্ত ত্বক।               

তৈলাক্ত ত্বক মানেই ব্রণ, ব়্যাশের সমস্যা। গরমে ধুলোবালিতে এই সমস্যা বাড়ে। ঘরোয়া উপাদানেই মুক্তি পেতে পারেন।               

তৈলাক্ত ত্বকের সমস্যায় সবচেয়ে ভাল ওষুধ ভেষজ উপাদান ও আয়ুর্বেদিক টোটকা। কয়েকটি টিপস মানলেই পাবেন রেহাই। করে।              

দিনের শুরুতে মুখ পরিষ্কার করুন কেবল ঈষদুষ্ণ জল দিয়ে। ত্বক তৈলাক্ত হলে গরম জল বা তেল মুখে লাগাবেন না।               

নিম, তুলসী, অ্যালোভেরা জাতীয় ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান-সমৃদ্ধ এগুলি ত্বকে সংক্রমণ আটকায়।               

মুখে ব্রণ সারাতে ঘরোয়া উপাদানের পেস্ট মুখে লাগান। বেসন, ওটমিল, ময়দা ত্বকের তেল শোষণ করে মৃত কোষ সরিয়ে দেয়।               

মূলতানি মাটি ও চন্দন ত্বকের তেল শোষণ করে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে। এগুলির ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করুন।               

পুদিনা ও ধনেপাতা দেওয়া ভেষজ চা পান করুন। এটা শরীরের অতিরিক্ত তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে ত্বকের তেলতেলে ভাব কিছুটা কমে।