20 February 2024

অলিভ অয়েলের গুণে বন্ধ করুন চুল পড়া

credit: istock

TV9 Bangla

রান্নার অলিভ অয়েল ব্যবহার করলে কোলেস্টেরল বাড়ে, হার্ট ভাল থাকে। আর যদি এই তেল চুলে মাখেন, কী উপকার পাবেন জানেন?

শুষ্ক ও প্রাণহীন চুলের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে অলিভ অয়েল। পাশাপাশি স্প্লিটএন্ড ও খুশকির সমস্যা দূর করে এই তেল।

সপ্তাহে ৩-৪ দিন নিয়ম করে অলিভ অয়েল মালিশ করলে চুল ভাল থাকবে। এছাড়াও অলিভ অয়েলের তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করুন।

দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণমতো অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন।

শ্যাম্পু করার ৩০-৪০ মিনিট আগে এই হেয়ার মাস্ক ব্যবহার করুন। সপ্তাহে দু'বার আপনি এই হেয়ার মাস্ক ব্যবহার করলে উপকার পাবেন।

ডিমের কুসুমের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এটি চুল ও স্ক্যাল্পে ৩০-৪০ মিনিট লাগিয়ে বসে থাকুন।

টক দইয়ের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক মাথায় লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।

এই হেয়ার মাস্ক দু'টি ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্কগুলো চুলের সমস্যা দূর করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।