কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার
TV9 Bangla
Credit - Canva
প্রেমিক-প্রেমিকা কাছাকাছি এলে প্রেম প্রকাশ করতে গিয়ে গভীরভাবে অনেক সময় চুমু খান। অনেকেই হয়তো জানেন না, চুমু খেলে শরীরে নানা উপকার মেলে।
ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক আগের দিনটা খুব বিশেষ। কারণ সেদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি হল চুমু দিবস। এমন দিনে সঙ্গীকে জাপটে ধরে চুমু খেলে মন নিমেশে ফুরফুরে হয়ে যায়।
কিস-ডে-তে পার্টনারকে চুমুতে ভরানোর পাশাপাশি জানুন চুমু খেলে কী কী উপকার হয়। যেহেতু চুমু খাওয়ার সময় শরীরে অক্সিটোসিম হরমোন বেরোয়, তাই চুমু স্ট্রেস কমাতে সাহায্য করে।
চুমু খেলে ইমিউনিটি বাড়ে। কারণ চুমু খাওয়ার সময় লালাগ্রন্থি থেকে যে লালা বেরোয়, তাতে নানা অ্যান্টিবডি থাকে। এছাড়া চুমু খেলে হৃদরোগের ঝুঁকি কমে।
সঙ্গীকে চুমু খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। চুমু খাওয়ার সময় যে লালা বেরোয়, সেটি দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে।
চুমু খেলে ওজনও কমে। কারণ চুমু খেলে ক্যালোরি খরচ হয়। চুমু খেলে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এবং এর ফলে ওজন কমে।
নানা সমীক্ষা বলছে, সঙ্গীরা একে অপরকে চুমু খেলে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁদের মন ভালো থাকে, একইসঙ্গে সামাজিক জীবনও উন্নত হয়।
চুমু ব্যথানাশকও। আসলে চুমু খাওয়ার সময় শরীরে এন্ডোরফিন রাসায়নিক বেরোয়। যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে।