12h July, 2025

শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে সঙ্গে অবশ্যই করুন এ কাজ, নইলে পুরো পুজোই বৃথা!

TV9 Bangla 

Credit - Getty Images

হিন্দুশাস্ত্র বলছে, মহাদেবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখকষ্ট দূর হয়। মহাদেবের ভক্তদের জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

মহাদেবের ভক্তরা রোজ শিবলিঙ্গে জল ঢেলে পুজো করেন। ভোলেবাবার ভক্তরা অনেকেই হয়তো জানেন না যে, শিবলিঙ্গে জল ঢালার পর এক কাজ না করলে পুজো থাকে অসম্পূর্ণ।

১৪ জুলাই এ বছরের শ্রাবণের প্রথম সোমবার। তার আগে এ নিয়ে জেনে নিন। শিবলিঙ্গে জল ঢালার পর অবশ্যই হাততালি দেওয়া প্রয়োজন। শাস্ত্রমতে, এ কাজ করলে সন্তুষ্ট হন ভোলেবাবা।

শিব ঠাকুর অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট হন। দুধ, ধুতুরা, ভাঙ, মধু, আকন্দ ফুল দিলে ভোলেবাবা খুশি হন। তবে মহাদেবের পূর্ণ আশীর্বাদ পেতে হলে শিবলিঙ্গে জল ঢালার পর ও পুদোর সময় ভক্তদের হাততালি দেওয়া উচিত।

এ বার প্রশ্ন হল শিবলিঙ্গে জল ঢালার পর কতবার হাততালি দিতে হয়? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শিবের মাথায় জল ঢালার পর তিন বার হাততালি দিতে হয়।

ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, এই ৩ বার হাততালি দেওয়ার নেপথ্যে কয়েকটি বিশেষ কারণ আছে। প্রথমবার হাততালির অর্থ, মহাদেবকে উপস্থিতি জানানো।

শিবলিঙ্গে জল ঢালার পর দ্বিতীয়বার হাততালি দেওয়ার অর্থ, শিব ঠাকুরের কাছে কিছু না চাইলেও যেন সেই ব্যক্তির বাড়িতে অর্থভাণ্ডার যেন সবসময় পূর্ণ থাকে।

শিবপুজোর শেষে ও শিবলিঙ্গে জল ঢালার পর তৃতীয়বার হাততালির অর্থ মহাদেবের পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।