31st May, 2025

আম দিয়ে ইলিশ, তাও এমন অপূর্ব স্বাদের টুইস্ট! এখনই সেভ করুন এই রেসিপি

TV9 Bangla

Credit -  Freepik, X

বাজারে পাওয়া যাচ্ছে ছোট-বড় হরেক রকমের ইলিশ। এমন সময় ১ জুন জামাইষষ্ঠী। এই বিশেষ দিনে জামাইকে ইলিশ খাওয়ান অনেকে।

নর্মাল পাতুরি, ভাপা, সর্ষে ইলিশ ছাড়ুন, জামাইকে এবার বাড়িতে রেঁধে খাওয়ান আম আচারি ইলিশ। রইল তার রেসিপি।

উপকরণ - ৫টি ইলিশ মাছের টুকরো, ২টেবিল চামচ সর্ষে বাটা, ১ টেবিল চামচ কাঁচা আম বাটা, দেড় টেবিল চামচ আচারি আম তেল, ১টেবিল চামচ সর্ষের তেল, ১/৪চা চামচ হলুদ বাটা,

১/২চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, ১/৪চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১টি গোটা শুকনো লঙ্কা, ২টি কাঁচা লঙ্কা (চেরা), ১/৪চা চামচ গোটা সর্ষে, ১চা চামচ নুন, ১/৪চা চামচ চিনি।

প্রথমে ইলিশ মাছের টুকরো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ বাটা ও সামান্য সর্ষের তেল দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

একটি ননস্টিক প্যানে সর্ষের তেল গরম করে ম্যারিনেটেড ইলিশ মাছের টুকরো গুলো হালকা করে ভেজে তুলতে হবে। ওই ননস্টিক প্যানেই গোটা সর্ষে ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন।

এরপর একে একে সর্ষে বাটা, কাঁচা আম বাচা, হলুদ বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিয়ে পুরো মিশ্রণটি হালকা আঁচে ভালো করে কষান। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ থেকে তেল আলাদা হচ্ছে।

এরপর ওই কষানো মিশ্রণে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা আচারি আম তেল, ভেজে রাখা ইলিশ মাছের টুকরো ও ২টেবিল চামচ জল দিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে ২মিনিট রান্না করতে হবে।

এরপর ঢাকা খুলে উপর থেকে বাকি আচারি আম তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আম আচারি ইলিশ।