7th July, 2025

বুধবারে নখ কাটছেন? জানেন কী হতে পারে? হাতেনাতে মিলবে ফল

TV9 Bangla 

Credit - Pinterest, Getty Images 

দিনে সময় পেলেন না, ভাবছেন রাতে চট করে নখটা কেটে নিন। কিন্তু মনে দানা বাঁধছে ধন্দ! রাতে নখটা কী কাটব! তাও আবার কী বার?

ছোট থেকেই অনেকে শুনেছেন, কোন কোন দিন নখ কাটতে নেই। সাধারণত, মঙ্গল, শনি, বৃহস্পতিবার নখ কাটতে মানা করেন বাড়ির বড়রা।

শাস্ত্র বলছে, শনিবার নখ কাটলে শনি রোষে পড়তে হয়।  শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা সহ্য করতে হয় ব্যক্তিকে।

রবিবার নখ কাটলে কোষ্ঠীতে সূর্যের পরিস্থিতি দুর্বল হয়। শাস্ত্রে মঙ্গলবার নখ কাটা নিষিদ্ধ।

বৃহস্পতিবার ভুলেও নখ কাটবেন না। এর ফলে সৌভাগ্যও দুর্ভাগ্যে বদলে যায়। শাস্ত্র মতে, বুধ  ও শুক্রবার নখ কাটার সবচেয়ে শুভ দিন।

বুধবার নখ কাটলে ধনবৃদ্ধি হয়। চাকরি ও ব্যবসায়ে উন্নতি পাওয়া যায়।

শাস্ত্র বলছে, শুক্রবার নখ কাটলে লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর ধন-সম্পত্তির অধিকারী হয় ব্যক্তি। জীবনে কোনও অভাব থাকে না

সোমবার নখ কাটা যেতে পারে। এর প্রভাবে ছোটখাটো রোগভোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। মন নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্ত থাকে।