22nd January, 2025

বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ'

Credit - Getty Images, X

TV9 Bangla

বেশিরভাগ ভারতীয়দের বাড়িতে তুলসী গাছ দেখা যায়। বাড়ির উঠোনে বা বাগানে থাকে তুলসী গাছ। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেখানে ইতিবাচক শক্তি ছড়ায়।

অনেকেই নিয়মিত তুলসী গাছে জল দেন। কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। সপ্তাহের একটা দিনে ভুলেও তুলসী গাছে দেবেন না জল।

আর এ ছাড়াও মাসে এক বিশেষ দিনে তুলসী গাছে জল দেওয়া ঠিক নয়। হিন্দু শাস্ত্র মতে, একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়।

একাদশী ছাড়া প্রতি সপ্তাহে রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস এই দুই দিন তুলসী দেবী উপবাসে থাকেন।

ফলে যখন কোনও বাড়িতে রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া হয়, সেক্ষেত্রে তুলসী দেবীর উপবাস ভঙ্গ হয়ে যায়।

একইসঙ্গে ধর্মীয় বিশ্বাস অনুসারে এও বলা হয় যে, রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছে কোনও ব্যক্তি জল দিলে নেগেটিভ এনার্জি আসে।

কখন তুলসী গাছে জল দেবেন? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছে জল দেওয়ার জন্য সকালবেলা সবচেয়ে ভালো। স্নানের পর তুলসী গাছে জল দেওয়া ভালো।  

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।