বিয়ের মেয়াদ ২৪ ঘণ্টা! বিশ্বের কোন আজব দেশে রয়েছে এই রীতি?
Credit -Canva
TV9 Bangla
বিভিন্ন ধর্মে বিয়ের আলাদা আলাদা রীতি রয়েছে। বিয়ে একটি সামাজিক রীতি। অবশ্য শুধু ধর্মই নয়, নানা দেশে বিয়ের সময় বিভিন্ন নিয়ম মানা হয়।
প্রতিটি দেশের নিজস্ব আইন রয়েছে। রীতি নীতি যাই হোক না কেন, সামাজিক বিয়ে দুটো মানুষের মধ্যে এক সামাজিক বন্ধন।
বিশ্বের বিভিন্ন স্থানে অদ্ভুত সকল বিয়ের রীতি প্রচলিত রয়েছে। চিনে এক জায়গা রয়েছে, যেখানে বিয়ের মেয়াদ হয় মাত্র ২৪ ঘণ্টা।
নানা মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চিনে দারিদ্রের কারণে যাঁরা বিয়ের সময় পুত্রবধূদের উপহার এবং অর্থ দিতে পারেন না, তাঁদের বিয়ে হয় না।
চিনের হুবেই প্রদেশে এমন অদ্ভুত বিয়ের রীতি চালু রয়েছে। সেখানকার গ্রামাঞ্চলে মাত্র ১দিনের জন্য বিয়ে করেন পুরুষ ও মহিলারা।
এমন অদ্ভুত বিয়ের আসল কারণ কী? চিনের হুবেই প্রদেশে বিয়ের যে রীতি রয়েছে, তাতে ছেলের পরিবার ও ছেলেকে অনেক টাকা খরচ করতে হয়।
এই পরিস্থিতিতে বেশিরভাগ ছেলে বিয়ে করে না। আবার অন্যদিকে চিনে অবিবাহিত পুরুষদের মৃত্যু একেবারেই শুভ বলে মনে করা হয় না।
চিনের হুবেই প্রদেশের ছেলেরা সিঙ্গল তকমা মোছার জন্য একদিনের জন্য বিয়ে করেন। যে মেয়ে এই বিয়েতে অংশ নেয়, তাকে টাকা দিতে হয়। একদিন পর সে তার নিজের পুরনো জীবনে ফিরে যায়।