ড্যানড্রাফ-মুক্ত হেল্থি ও শাইনি চুল পেতে চান? পেঁয়াজেই হবে কেল্লাফতে!
খাবার টেস্টি করে তুলতে পেঁয়াজের জুড়ি নেই। কেবল স্বাদ নয়, স্বাস্থ্য থেকে চুলের জন্যও উপকারী পেঁয়াজ।
রূপচর্চায় খুব কার্যকরী পেঁয়াজের রস। বিশেষত, খুশকি দূর করতে এবং চুলের জেল্লা বাড়াতে পেঁয়াজের রস খুব উপকারী।
পেঁয়াজের রসে থাকে সালফার, বায়োটিন এবং কোয়ারসেটিন, যা চুল পড়া কমিয়ে ঘনত্ব বাড়াতে ও চুল শাইনি করে তুলতে সাহায্য করে।
পেঁয়াজের রসে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকি দূর করতে ও স্ক্যাল্পের অন্যান্য সংক্রমণ ঠেকাতে সাহায্য করে।
পেঁয়াজের রস মাথায় মাখলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয়, যা চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে।
চুলে থাকা বায়োটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের অকালপক্কতা রোধ করতে সাহায্য করে। ফলে চুলের রং থাকে ঘন কালো।
বহু গুণাবলী পেঁয়াজের রস মাথায় লাগানোর বিশেষ নিয়ম রয়েছে। সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পুর আগে স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রাখার শ্যাম্পু করে নিন।