21 May 2024
পেঁয়াজ দিয়ে ঘরে বানিয়ে নিন সিরাম, চুল হবে লম্বা-শাইনি
credit: istock
TV9 Bangla
গ্রীষ্মকালে তীব্র দাবদাহ আর প্যাচপ্যাচে ঘামে চুলও হয়ে পড়ে মলিন। প্রচণ্ড ঘামে চুলের গোড়া ভিজে গিয়ে চুলের স্বাস্থ্যের ক্ষতি হয়। চুল উঠতে শুরু করে, ডগা ভেঙে যায়।
গরমেও চুলের স্বাস্থ্য ঠিক রাখতে সপ্তাহে কয়েকবার শ্যাম্পু করা, প্রখর সূর্যালোক থেকে বাঁচাতে কন্ডিশনার, সিরাম লাগানো জরুরি।
চুলের স্বাস্থ্য ঠিক রাখতে অনেকেই বাজার থেকে বিভিন্ন সংস্থার শ্যাম্পু, সিরাম, কন্ডিশনার ব্যবহার করেন। তবে বাড়িতেও ঘরোয়া জিনিস দিয়ে বানাতে পারেন সিরাম।
চুলের জন্য পেঁয়াজের রসের কার্যকারিতার কথা সকলেই জানেন। এবার বাড়িতেই পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারেন সিরাম, যা দিয়ে চুল ঘন, লম্বা ও শাইনি হবে।
পেঁয়াজের সিরাম করতে লাগবে ২-৩টি পেঁয়াজ, এক গ্লাস জল ও ২-৩ চামচ চা পাতা। প্রথমে সসপ্যানে জল গরম করে চা পাতা দিন।
গরম জলে চা পাতা ফুটতে শুরু করলে পেঁয়াজ ছোট-ছোট টুকরো করে কাটুন এবং ওই জলে পেঁয়াজ কুচি দিন।
চা পাতা ও পেঁয়াজ কুচি ভাল করে হালকা আঁচে ফোটান। পেঁয়াজ কুচি সেদ্ধ হলে সসপ্যান নামিয়ে নিন। জল ঠান্ডা হলে ছেঁকে একটি স্প্রে বোতলে ভরুন।
শ্যাম্পু করার পর ওই পেঁয়াজ-চা পাতার জল প্রাকৃতিক সিরাম হিসাবে চুলে লাগান। অল্প দিনে চুল হবে লম্বা, ঘন ও শাইনি।
আরও পড়ুন