02 JUN 2025

বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও মুসলিম!

credit:TV9

TV9 Bangla

পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১/৪ ভাগ অংশই ইসলাম ধর্মালম্বী। অঙ্কের হিসাব বলছে প্রায় ১.৯ বিলিয়ন মানুষ এই ধর্মে বিশ্বাসী।

ভারতেও বড় অংশের মুসলিম ধর্মালম্বী মানুষের বাস। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে হিন্দু, মুসলিম, খ্রীস্টান, শিখের মতো আরও অনেক ধর্মের মানুষ বাস করেন।

ভারতের প্রতিবেশী দুই দেশই মুসলিম প্রধান। পাকিস্তান এবং বাংলাদেশ। তবে আপনি কি জানেন বিশ্বে এমনও একটি দেশ আছে যেখানে একজনও মুসলিম নেই।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হওয়া সত্ত্বেও এমন একটি দেশ আছে যেখানে কোনও নাগরিকই মুসলিম নয়।

কথা হচ্ছে অপরূপ সুন্দর ভ্যাটিকান সিটির বিষয়ে। এই দেশ খ্রীস্টানদের কাছে ধর্মের পীঠস্থান। মুসলিমদের কাছে যেমন মক্কা অত্যন্ত পবিত্র স্থান, তেমনই খ্রীস্টানদের কাছে ভ্যাটিকান সিটি।

বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশের তকমাও কিন্তু রয়েছে এই ভ্যাটিকান সিটির কাছেই। এখানে কোনও সরকার নেই। এই দেশের শাসন ভার সম্পূর্ণ রূপে পোপের অধীনে।

পোপের অনুমতি ছাড়া এই দেশের নাগরিকত্ব কাউকে দেওয়া হয় না। জানা যায় এই দেশের মোট জনসংখ্যা মাত্র ৮০০।

এই দেশে খ্রীস্টান ছাড়া অন্য ধর্মের মানুষদের আনাগোণা থাকলেও তাঁরা কেউ নাগরিকত্ব পান না। পাশেই অবস্থিত ইতালিতে মুসলিম জনসংখ্যা বাড়লেও এই দেশে আজও নেই কোনও মুসলিম নাগরিক। কেবল খ্রীস্টানরাই এখানকার নাগরিকত্ব পান।