ত্বকের যত্নে একাই ১০০! হেঁশেলের এই একটি সবজি দিয়ে ওঠে ট্যান, কমে ব্রণ-ডার্ক সার্কেল
credit:TV9
TV9 Bangla
বাঙালির হেঁশেলে যেমন আলু অপরিহার্য, ঠিক তেমনই ত্বক পরিচর্যাতেও এর জুড়ি মেলা ভার। বিশেষ করে আলুর খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বিবিধ খনিজ উপাদান। যা সঠিক ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করলেই পাবেন সুন্দর ও সুস্থ ত্বক। রইল তেমন ৭ টিপস।
কালো দাগ দূর করতে - আলুর খোসায় রয়েছে ক্যাটেকলেজ এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কালো দাগ কমাতে সহায়তা করে। আলুর খোসা ত্বকে ঘষলে দাগ হালকা হয় ও নতুন দাগ হওয়াও কমে।
ট্যান দূর করে - রোদের আলো ও দূষণের কারণে অনেকসময় আমাদের ত্বকে ট্যান পড়ে যায়। আলুর খোসার রস বা পেস্ট ট্যান দূর করে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে অত্যন্ত উপকারী একটি উপাদান।
বলিরেখা কমাতে সাহায্য করে - অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আলুর খোসা বলিরেখা হ্রাস করতেও উপযোগী। এর নিয়মিত ব্যবহারে বলিরেখা অনেকটাই কমে যায় এবং ত্বক টানটান ও উজ্জ্বল হয়।
ব্রণ নিরাময়ে উপকারী - আলুর খোসায় রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান। যা ব্রণের জীবাণু ধ্বংস করতে সক্ষম। ব্রণর উপরে আলুর খোসা ঘষলে প্রদাহ ও লালভাব অনেকটাই কমে যায়।
চোখের কালো দাগ কমায় - চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতেও আলুর খোসা বিশেষ কার্যকর। ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া আলুর খোসা ১০ মিনিট রেখে দিলে কালো দাগ অনেকটা কমে যায়।
উজ্জ্বলতা ও মসৃণতা বাড়ায় - আলুর খোসায় রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। যা মৃত কোষ দূর করে ও নতুন কোষ গঠনে সাহায্য করে। এর ফলে আপনার ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ।
টোনার হিসেবে ব্যবহার করতে পারেন - আলুর খোসার রস টোনার হিসেবে ব্যবহার করলে তা রোমকূপ ছোট ও টাইট রাখতে পারে। ঘাম ও ময়লাও দূর হয়, যা ব্রণ কমাতেও বেশ কার্যকরী।