23 March 2024
ঘরোয়া উপাদানে বাড়িতেই এভাবে বানান ভেষজ রং
credit: istock
TV9 Bangla
দোল খেলব অথচ রং মাখব না! কিন্তু, ত্বক ও চুলের উপর রঙের ক্ষতিকর প্রভাব নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন।
বাজারে সাধারণত রাসায়নিক রঙ পাওয়া যায়। অর্গানিক রঙ ত্বক-চুলের ক্ষতি হবে না। বাড়িতে ঘরোয়া উপাদানেই বানিয়ে নিন অর্গানিক রং।
হলুদ ও বেসন দিয়ে বাড়িতেই বানিয়ে নিন হলুদ রং। দুটি উপকরণ ৮০:২০ ভাগে ভাল করে মিশিয়ে চলুনিতে ২-৩ বার ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ রং।
হলুদে কয়েক ফোঁটা লেবুর রস দিলেই তৈরি হয়ে যাবে লাল রং। এরপর হলুদ গুঁড়ো শুকিয়ে ভাল করে হাতে ঘষে মিহি করে নিন।
লাল রঙের মতোই হলুদ ও লেবুর রস দিয়ে তৈরি হয়ে যাবে গোলাপি রং। এক্ষেত্রে কেবল লেবুর রসের পরিমাণ কম দেবেন।
মেহেন্দি ও ময়দা দিয়ে বানিয় নিন সবুজ রং। দুটি উপকরণই সমপরিমাণ মিশিয়ে ভাল করে হাতে ঘষে মিহি করলেই তৈরি হয়ে যাবে সবুজ রং।
গাজর আর কর্ণফ্লাওয়ার মেশালেই হয়ে যাবে বেগুনি রং। গাজর ভাল করে ব্লেন্ড করে তার সঙ্গে কর্ণফ্লাওয়ার মিশিয়ে শুকিয়ে নিন। গোলাপজলও দিতে পারেন।
গরম জলে কফি জল মিশিয়ে বানিয়ে নিন খয়েরি রং। জল খয়েরি রঙের হলে ঠান্ডা করে কর্ণফ্লাওয়ার মিশিয়ে হাতে করে গুলে নিন। গোলাপজলও দিতে পারেন।
আরও পড়ুন