15th January, 2025
মহাকুম্ভে সবথেকে বেশি কৌতুহল মুসলিম দেশ পাকিস্তানের! দেখুন
Credit - PTI
TV9 Bangla
দীর্ঘ ১৪৪ বছর পর মহাকুম্ভের অমৃতযোগ এসেছে। কয়েকদিন আগে শুরু হয়েছে মহাকুম্ভ। প্রচুর ভক্ত সমাগম হয়েছে সেখানে।
অনেক সাধু, সন্ন্যাসীরা ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে। জানেন মহাকুম্ভ নিয়ে সবচেয়ে বেশি গুগলে সার্চ হয়েছে কোন দেশে?
Google Trends অনুযায়ী MahaKumbh 2025 নিয়ে এখনও অবধি এ বছর সবচেয়ে বেশি সার্চ হয়েছে। জানলে অবাক হবেন, এই তালিকার শীর্ষে পাকিস্তান।
একাধিক মুসলিম দেশগুলিতে মহাকুম্ভ নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের পর যে দেশগুলি এই তালিকায় রয়েছে, সে গুলি হল কাতার, সংযুক্ত আরব আমিরশাহি।
এখানেই শেষ নয়, পাকিস্তান ছাড়াও বাহরিন, বাংলাদেশেও মহাকুম্ভ নিয়ে প্রচুর সার্চ হয়েছে গুগলে। সোশ্যাল মিডিয়াতেও প্রচুর সার্চ হচ্ছে মহাকুম্ভ নিয়ে।
গত ৭ দিনে গুগল ট্রেন্ডিংয়ের পরিসংখ্যান দেখলে নজরে পড়বে যে নেপাল থেকে মহাকুম্ভ নিয়ে প্রচুর সার্চ হয়েছে।
সিঙ্গাপুর, ওমান, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ার্ল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাজ্য, জার্মানি, স্পেন থেকেও মহাকুম্ভ নিয়ে সার্চ হয়েছে গুগলে।
প্রয়াগরাজে এ বারের মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। ইতিমধ্যেই সেখানকার অমৃত স্নান আলোচনায়। চলতি মহাকুম্ভ শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।
Learn more