3rd  March, 2025

কোন সময় জন্ম হলে জীবন আসবে সুখ, উপচে পড়বে অর্থ?

TV9 Bangla

Credit - Canva, Meta AI

প্রতিটি ব্যক্তির জন্মের সময় অনুযায়ী তাদের ভাগ্য গণনা করা যায়। ফলে সকলের জন্মের সময় ভীষণ গুরুত্বপূর্ণ। জানেন জ্যোতিষ শাস্ত্র মতে, দিনের কোন সময় জন্ম হলে কী হয়?

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যাদের জন্ম ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে হয়, তারা ভাগ্যবান হন। তাদের চেহারা বেশ সুঠাম হয়।

যাদের জন্ম সকাল ৬-৮ এর মধ্যে, তারা মাথা ঠান্ডা রেখে কাজ না করলে জীবনে বিপদ ঘনিয়ে আসে। আয়ের থেকে ব্যয় বেশি হয়।

যে ব্যক্তিদের জন্ম সকাল ৮-১০ তাদের থাকা-খাওয়ার সমস্যা কোনও সময় হবে না। বেশি পরিশ্রম না করলেও অর্থ হাতে আসবে।

জন্মের সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টায় হয়ে থাকে, তাদের উচ্চপদ লাভ কঠিন হয়। পরিকল্পনা অবশ্য বাস্তবায়িত হতে পারে।

যাদের জন্ম দুপুর ১২-২, তারা অত্যন্ত ধনী হয়। তারা দয়ালু স্বভাবের হয়। উদার হন। পরোপকারী হন। জীবনে প্রতিষ্ঠিত হন।   

যে ব্যক্তিদের জন্ম দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে, তাদের জীবনে অর্থকষ্ট লেগেই থাকে। আইনগত ঝামেলায় পড়তে হতে পারে।

যে সকল ব্যক্তিদের জন্ম রাত ১০টা থেকে ১২টার মধ্যে হয়, তারা ভাগ্যশালী হন। তাদের জীবনে মাঝে মাঝেই ধন সম্পদ লাভ হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।