25 FEB 2025

শিবরাত্রির দিন এই ৬ টোটকা করলেই সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন!

credit: Meta AI

TV9 Bangla

নিজের মনের আশা পূরণ করতে মহা শিবরাত্রির দিন অনেকেই মহাদেবের আশা পুজো করেন। তবু সঠিক নিয়ম জানেন না বলে অনেক সময় সেই সব মনবাঞ্ছা পূরণ হয় না। এই বিশেষ তিথিতে কোন টোটকা করলে যা চাইবেন তাই পাবেন জানেন?

একটা আকন্দ ফলকে দু'ভাগ করে নিয়ে তার ভিতরটা পরিষ্কার করে নিন। এর পর তার ভিতরে ঘি ঢেলে প্রদীপ জ্বালুন। এই কাজ শিবরাত্রির দিন রাতে করলে তুষ্ট হবেন মহাদেব।

জীবন সঙ্গীনির খোঁজ করছেন? যাঁদের দীর্ঘ দিন ধরে বিয়ে হচ্ছে না, তাঁরা কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন।

দীর্ঘ দিন আর্থিক কষ্টে ভুগছেন? শিব পুজোর দিন আটার ১২টা গুলি তৈরি করে মাছকে খাওয়ান। মনে রাখবেন এই কাজ দুপুর ১২টা থেকে ২টোর মধ্যে করতে হবে।

শুধু দুধ, জল দিয়ে শিব লিঙ্গ অভিষেক করলেই কিন্তু হবে না। এই দিন উপোস রেখে পুজো করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। ১০৮ বার শিবের নাম জপ করুন। উপকার পাবেন।

শিবরাত্রির দিন গরিব-দুঃখীদের সাধ্যমতো কিছু দান করুন। কেবল শিব নয় তাঁর বাহন নন্দীর সামনে সবুজ ঘাস অর্পণ করুন।

ধনসম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করুন। শিবরাত্রির দিন গঙ্গাজলে কালো তিল মিশিয়ে অর্পণ করতে পারেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।