28 OCT 2024

১০০ বছর পর মহাযোগ! ধনতেরসের দিন এই কাজ করলেই ভাসবেন টাকার সাগরে

credit: getty images

TV9 Bangla

কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে দেশ জুড়ে পালিত হয় ধনতেরস উৎসব। কালী পুজো আগ এই দিনকে অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। বছর ধনতেরস ২৯ অক্টোবর। সেই দিনেই নাকি তৈরি হচ্ছে অদ্ভুত শুভ মূহুর্ত।

জ্যোতিষশাস্ত্র মতে ১০০ বছর পর এমন বিরল যোগ তৈরি হচ্ছে ধনতেরসের দিন। একই সঙ্গে ঘটতে চলেছে ৫ অদ্ভুত ঘটনা। যা মিলে এক বিরল যগের সৃষ্টি হতে চলেছে।

২৯ অক্টোবর ইন্দ্র যোগ, ত্রিপুষ্কর যোগ, বৈধৃতি যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের সঙ্গে ফাল্গুনী নক্ষত্রের এক মহামিলন তৈরি হতে চলেছে। যা শেষ দেখা গিয়েছিল গত ১০০ বছর আগে।

ধনতেরসের দিন সূর্যোদয় থেকে সকাল ৭টা ৪৮ মিনিট থেকে পর্যন্ত থাকছে ইন্দ্র যোগ। ত্রিপুষ্কর যোগ থাকছে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত।  

এই দিন শুক্র এবং বুধ গৃহ মিলে একসঙ্গে বৃশ্চিক রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে। যা এই রাশির জাতকদের জন্যত্যন্ত শুভ।

ধনতেরসের দিন বাড়িতে ধনলক্ষ্মী দেবীর আরাধনা করেন অনেকেই। এই দিন বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে সন্ধে ৭টা ৫৪ মিনিটের মধ্যে লক্ষ্মীদেবীর আরাধনা করলে দেবী সন্তুষ্ট হবেন বলে মত।

বিশেষ মুহুর্তে দেবীর আরাধনা করলে, ঐশ্বর্যের দেবীর কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার এবং আপনার পরিবারের উপরে। ফলে সারা বছর কোনও অর্থকষ্ট হবে না। বর্ষিত হবে দেবী ধন লক্ষ্মীর আশির্বাদ।

ধন লক্ষ্মী দেবী ও কুবের দেবের আশির্বাদ ধন্য হতে এই দিনে ধাতুর জিনিস কেনার চল রয়েছে। অনেকেই এই দিন সোনা-রুপো বা তামার সামগ্রী কিনে আনেন। তবে ভুলেও লোহার জিনিস কিনবেন না।