9 NOV 2024

জগদ্ধাত্রী পুজোয় এই ছোট্ট কাজ করুন, ধেয়ে আসবে টাকা

credit: getty images

TV9 Bangla

শুরু হয় গিয়েছে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজো হলেও, রাজ্যের বেশির ভাগ জায়গাতে কিন্তু জগদ্ধাত্রী পুজো সারা হয় একদিনেই।

নবমী দিন আরাধনা করা হয় দেবী হৈমন্তিকার। এই দিনেই তিথি অনুসারে প্রথমে দেবীর বোধন করে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাকরা হয়। তারপর একে একে ষষ্ঠী থেকে নবমী অবধি পুজো সম্পন্ন করা হয়।

পরের দিন দশমী পুজো সম্পন্ন করে দেবীর বিসর্জনের পালা। তাই জগদ্ধাত্রী পুজোয় নবমীর দিনটির আলাদা গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই দিনে কিছু কাজ করলে দেবীর আশির্বাদ বর্ষিত হয় আমাদের এবং আমাদের পরিবারের উপর।

জগদ্ধাত্রী পুজোয় সৌভাগ্য ফেরাতে নবমী দেবীর পুজো দিন। পুজো দেওয়ার সময় মা'কে লাল বা হলুদ বস্ত্র অর্পণ করতে পারেন।

জগদ্ধাত্রী পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে এই দিন উপোস করে দেবীর পুজো করুন। অষ্টমীতে এবং নবমী তিথিতে পুজোর শেষে অঞ্জলি দিন। এই দিন পুজোর শেষে নিরামিষ খাবার খান।

নবমীর দিন সন্ধেবেলা আমলকি গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে ভাল ফল মিলবে। নবমীর দিন আমলকি গাছকে চন্দন, রোলি এবং ফুল দিয়ে সাজানো খুব শুভ বলে মনে করা হয়।

এই দিন আমলকি গাছের নীচে সাধ্যমতো নৈবেদ্য দিয়ে পুজো করুন। পুজো করার পর সাত বার গাছটির চারপাশে ঘুরে মনস্কামনা জানান।

পুজো শেষ হয়ে গেলে সাধ্যমতো গরীব কাউকে দান করুন। জগদ্ধাত্রী পুজোর সময় যে কোনও নতুন ব্যবসা শুরু করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে ৫ বছরের কম বয়সীকে কেউ থাকলে কোনও উপহার দিতে পারেন।