18th May, 2025

রং দিয়ে যায় মানুষ চেনা! মাত্র ২ মিনিটেই পাবেন উত্তর

TV9 Bangla

Pic Credit- Freepik

প্রত্যেক ব্যক্তির পছন্দের রং একই হয় না। এক এক জনের পছন্দের রং হয় এক এক রকম। কোনও ব্যক্তির পছন্দের রং দেখে বোঝা যায়, সেই মানুষটা কেমন স্বভাবের।

তাই একবার যদি জানতে পারেন আপনার প্রিয়জনের কোন রংটা পছন্দ, তা হলেই বুঝে যাবেন তাঁর চরিত্র, স্বভাব কেমন।

যদি কারও গোলাপি রং পছন্দ হয়, তা হলে বুঝতে হবে তিনি আবেগপ্রবণ। এই ব্যক্তিরা দ্রুত প্রেমে পড়েন। স্বভাবের দিক থেকে খুব হাসিখুশি এবং লাজুক প্রকৃতির হন। এঁদের অনেক বন্ধু থাকে।

যাঁদের নীল রং পছন্দ, তাঁরা শান্তিতে জীবন কাটাতে চান। বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানো পছন্দ করেন। এই ব্যক্তিরা অহেতুক খরচ করেন না। বেশ পরিষ্কার ও পরিপাটি থাকা ও বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন।

সবুজ রং যাঁদের পছন্দ, তাঁরা প্রকৃতি প্রেমী হন। মনে যা ভাবেন, মুখেও তাই বলেন। কাছের মানুষের প্রতি তাঁরা বেশি বিশ্বাসী। অন্যরা কী ভাবছেন, সেদিকে নজর রাখেন। বাকিদের কথা মন দিয়ে শোনেন।

লাল রং যাঁদের পছন্দের তাঁরা অত্যন্ত সাহসী ও আত্মবিশ্বাসী হন। এঁদের ইচ্ছেশক্তি তীব্র হয়। কাজ যাই হোক না কেন, সেখানে ঝাঁপিয়ে পড়েন। এই মানুষদের কাছে ভালোবাসা ও বন্ধুত্বের গুরুত্বই আলাদা।

যাঁদের হলুদ রং পছন্দ, তাঁরা ইতিবাচক ভাবনাচিন্তা করা পছন্দ করেন। আশাবাদী হন। হাসি-খুশি স্বভাবের হন। সব সময় খোশমেজাজে থাকেন।

যে সকল ব্যক্তিদের সাদা রং পছন্দ, তাঁরা সুশৃঙ্খল এবং শান্তিতে জীবনযাপন করেন। তাঁরা যে কাজ করেন, তাতে সফল হন। এঁদের জীবনে কোনও হতাশা থাকে না। অনেকের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন।

কালো রং যাঁদের পছন্দ, তাঁরা রক্ষণশীল হন। খুব রাগী হন। বেশি পরিবর্তন পছন্দ করেন না। কেউ কাজে হস্তক্ষেপ করলে সহ্য করতে পারেন না। সকলের কাছে প্রশংসিত হতে চান।

বেগুনি রং যাঁদের পছন্দের, তাঁরা দূরদর্শী ও শান্ত হন। বাদামি রং যাঁদের পছন্দের, তাঁরা কারও নিন্দা করেন না। সরল ও সাদাসিধে হন।