29 February 2024

আনারস ও পেঁপের ছোঁয়ায় পান জেল্লাদার ত্বক

credit: istock

TV9 Bangla

বাতাসে বসন্তের হাওয়া বইছে। তবে, গ্রীষ্ম আসতে যে বেশি দেরি নেই, তাও টের পাওয়া যাচ্ছে। রোদে বেরোলে মুখ ঝলসে যাচ্ছে।

গরমে ত্বকের বেহাল দশা হয়। যার আভাস এখনই পাওয়া যাচ্ছে। গরম বাড়ায় ত্বকের তৈলাক্ত ভাব বাড়ছে এবং ত্বক জেল্লা হারাচ্ছে। 

গরমেও ত্বকের জেল্লা বজায় রাখতে চাইলে নিয়মিত এক্সফোলিয়েট করা জরুরি। এতে ত্বকের সৌন্দর্য চাঁদি ফাটা গরমেও বজায় থাকে।

গরমের ফল দিয়েই ত্বক এক্সফোলিয়েট করুন। পাকা পেঁপে ও আনারস দিয়ে ত্বকের যত্ন নিন। এতে ত্বক হয়ে উঠবে জেল্লাদার।

পাকা পেঁপে ও আনারসের থাকা প্রাকৃতিক এনজাইম ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করে এবং নতুন কোষ গঠনেও সহায়তা করে।

পাকা পেঁপে ও আনারস একসঙ্গে পেস্ট করে নিন। হাইড্রেশনের জন্য এতে এক চামচ মধু মিশিয়ে নিন। তৈরি হোমমেড স্ক্রাব।

প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর মুখে এই পাকা পেঁপে ও আনারসের প্যাক ৫-১০ মিনিট লাগিয়ে রাখুন।

কাঞ্জির নাম অনেকেই শোনেননি। কিন্তু এই ভারতীয় কম্বুচাতে চুমুক দিয়ে ব্রণ, দাগছোপ থেকে শুরু করে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।