স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত চান? বাড়িতে এই ফুলের গাছ লাগান
TV9 Bangla
Credit - Freepik, META AI, Getty Image
স্বামী-স্ত্রীর সম্পর্ক কখনও মিষ্টি, কখনও আবার খানিক তিক্ত। কখনও তাদের মধ্যে থাকে অঢেল প্রেম, কখনও তাদের হয় বিরাট ঝগড়া।
যদি কোনও স্বামী-স্ত্রী চান যে, তাদের মধ্যে ঝগড়া রেখাপাত না করুক আর তাদের প্রেম বাড়ুক, তা হলে মানতে পারেন এই টিপস।
আসলে বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা হয়েছে, যেগুলি ঘরে লাগানো হলে স্বামী ও স্ত্রীর জীবনে সুখ ও শান্তি আসে। এ ছাড়া বৈবাহিক জীবন সুখী হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক শক্তিশালী হয়।
বাস্তুশাস্ত্র বলছে গোলাপি, সাদা রংয়ের ফুল বাড়িতে লাগানো ভালো। এই সকল রংয়ের ফুল গাছ বাড়িতে লাগানো হলে বিবাহিত জীবনে ভালোবাসা বাড়ে। স্বামী ও স্ত্রীর বিশ্বাস বৃদ্ধি পায়।
বাস্তুশাস্ত্রে রজনীগন্ধা গাছকে সম্পদ, সুখ ও সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গাছ বাড়িতে লাগালে স্বামী ও স্ত্রীর মধ্যে চলা বিবাদ বা ঝগড়া মিটে যায়।
কাঠগোলাপ বা চম্পা ফুল গাছটিও বাড়িতে লাগাতে পারেন। এই গাছকে শান্তির প্রতীক বলা হয়। এটি বিভিন্ন রংয়ের হয়। সাদার সঙ্গে হলুদ, সাদার সঙ্গে গোলাপি রংয়েরও হয়। এই গাছ বাড়িতে লাগালে বিবাহিত জীবন চাপমুক্ত হয়।
বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ দিকে যদি জুঁই ফুলের গাছ লাগানো হয়, তা হলে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।