30 July 2024

বর্ষায় মশার উৎপাতে বিরক্ত? ঘরে রাখুন এইসব গাছ, ভুলেও কাছে ঘেঁষবে না  

credit: google

TV9 Bangla

বাড়ছে বর্ষার প্রকোপ। সঙ্গে সঙ্গে বাড়ছে ডেঙ্গির দৌরাত্ম্য। এমনিতেই এই সময় রয়েছে ভরে যায় চারপাশের নালা নর্দমা। তার সঙ্গে বাড়ে আগাছা জঙ্গল।

জমা জল, জঙ্গল, এই সব হল মশাদের আঁতুড়ঘর। তাই ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে হলে নিজের চারপাশ পরিষ্কার রাখা খুব জরুরী।

ভুলেও খোলা জায়গায় টায়ার, টব, বা এমন কোনও জিনিস রেখে দেবেন না, যেখানে জল জমে মশা হতে পারে।

তবে আগাছা বা টবে জমা জল মশাদের আঁতুড়ঘর হলেও, এমন কিছু গাছ কিন্তু আছে যা ঘরে রাখলে দূরে থাকবে মশা। 

তুলসি, সিট্রোনেলা জাতীয় এমন কিছু গাছ আছে যা ঘরে রাখলে মুক্তি পেতে পারেন মশার যন্ত্রণা থেকে।

ঘরে আনতে পারেন আফ্রিকান মেরি গোল্ড গাছ। এই গাছ থেকে একধরনের গন্ধ নিসৃত হয় যা মশাকে দূরে রাখে। সিট্রোনেলা গাছের তেল মশাদের যম।

মশা তাড়াতে গায়ে ওডোমস মাখেন অনেকেই। ঘরে আনুন সেই গাছ। ওডোমস গাছের পাতা থেকে বেরোনো গন্ধ মশাকে দূরে রাখে। সারা বছর যে কোনও আবহাওয়ায় বেড়ে উঠতে পারে এই গাছ।   

ঘরে রাখুন পুদিনা গাছ। মশা, মাছি বা পোকামাকড় দুরে রাখতে দূর জুড়ি মেলা ভার। মশাদের যম তুলসি গাছও। ঘরে থাকলে আসে না মশা।