17 March 2024

আলুর রসেই ভ্যানিশ চোখের ডার্ক সার্কেল

credit: istock

TV9 Bangla

চোখের নীচে ডার্ক সার্কেল পড়েছে? নো টেনশন। নিয়মিত আলুর রস মাখুন, তাহলেই কালো ছোপ উঠে যাবে।                   

বাঙালি মানেই পাতে চাই আলু। কেবল খাওয়া নয়, ত্বক ভাল রাখতেও আলুর বড় ভূমিকা রয়েছে।                   

আলুর রসে রয়েছে ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। বলিরেখা সরিয়ে বার্ধক্যের ছোপ কাটাতে আলুর পেস্ট ব্যবহার করুন।                   

সান ট্যান কাটাতেও দারুণ কার্যকরী আলু। পাতলা করে আলু কেটে মুখে লাগিয়ে রাখুন। ধুয়ে নিলেই দূর হবে ট্যান।                   

আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জ্বালাভাব কমাতে সাহায্য করে। নিয়মিত আলুর রস মুখে লাগান, উপকার পাবেন।                   

ত্বক আর্দ্র রাখতেও আলুর জুড়ি নেই। ত্বক শুষ্ক হয়ে গেলে আলু থেঁতো করে টক দই মিশিয়ে পেস্ট করে মুখে লাগান।                     

আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ, ব়্যাশ কমাতেও সাহায্য করে। তাই ব্রণর সমস্যা থাকলে নিয়মত আলুর রস মুখে লাগান।                   

দীর্ঘক্ষণ এসি-তে বসে থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়। আলুর রস নিয়মিত মুখে মাখলে ত্বক ময়শ্চারাইজ থাকে।