ভারতের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় খেতে খুব ভালোবাসেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহারাজকে মেপে খেতে হয়।
ক্রিকেটের পাশাপাশি মহারাজের ফুটবল প্রেম তাঁর অনুরাগীদের অজানা নয়। আর ইলিশ নাকি চিংড়ি কোনটি সৌরভের পছন্দের?
ফুটবলের ময়দানে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কথা উঠলে মহারাজ একটি দলকে সাপোর্ট করতে পারেন না। ময়দানে ডার্বি মানেই ইস্ট-মোহন ভক্তদের সেন্টিমেন্টের লড়াই। ইলিশ ও চিংড়ির লড়াই।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলকেই মহারাজ যেমন পছন্দ করেন, তেমনই চিংড়ি এবং ইলিশ দুটিই পছন্দ সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
সম্প্রতি একটি খাবারের চ্যানেলে সৌরভকে, তাঁর প্রিয় মাছ নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে উত্তরে তিনি বলেন, 'ইলিশ। চিংড়ি, কাঁকড়াও আমার ভীষণ প্রিয়।'
সৌরভ সেখানেই থেমে থাকেননি, আরও বলেন, 'কলকাতা তো নদীর কাছেই। তাই আমরা চিংড়ি, কাঁকড়া ছেলেবেলায় সহজেই পেতাম। চিংড়ি মাছের মালাইকারি ভীষণ ভালো লাগে।'
ছেলেবেলায় সৌরভ কেমন খাবার খেতেন? এই প্রশ্নে তিনি বলেন, 'বাঙালি খাবার ভাত, ডাল, পোস্ত। আর আমাদের ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ ছিল মাছ।'
তারপরই সৌরভ বলেন, 'খাবার মানসিক দিক থেকে মানুষকে খুশি রাখে। যে সময় কোনও ব্যক্তির জীবনে খাওয়া দাওয়াতে কোনও বাধানিষেধ থাকে না, সেই সময়টা জীবনের সবচেয়ে ভালো।'