16 MAR 2025

কখন মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়? প্রেমানন্দ মহারাজ বলেন...

credit:PTI

TV9 Bangla

মোবাইল বর্তমানে প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কেবল বিনোদনের জন্য নয়, রোজের কাজের জন্যও গুরুত্বপূর্ণ। তবে এই অভ্যাস আমাদের জন্য ডেকে আনছে নানা বিপদও।

তাই চিকিৎসকের বারবার করে স্ক্রিন টাইম কমানোর পরামর্শ দেন আমাদের। এবার সেই একই কথা শোনা গেল আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের গলাতেও।

প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তিনিও কিছু নির্দিষ্ট সময়ে মোবাইল স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন। কখন ফোন থেকে নিজেকে দূরে রাখতে হবে?

প্রেমানন্দ মহারাজ বলেন ভগবানের নাম করার সময় কখনও মোবাইলের দিকে মন দেওয়া উচিত নয়। এই সময় মোবাইল দূরে রাখা উচিত। এটি ঈশ্বরের প্রতি একাগ্রতা এবং ভক্তির সময়।

খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রেমানন্দ মহারাজ বলেন এতে কেবল স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব পড়ে না, খাবারকেও অসম্মান করা হয়।

ঘুমোনোর আগেও যদি মোবাইল ফোন ব্যবহার করেন স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এতে ঘুমেও ব্যঘাত ঘটে। তাই মোবাইলের থেকে থাকুন।

অনেকে মল ত্যাগের সময় হাতে করে মোবাইল নিয়ে যান। আবার সেই মোবাইল মন্দিরের মতো কোনও পবিত্র স্থানে গেলেও নিয়ে যান। এটা করা উচিত নয়। বাথরুমে গেলে মোবাইল ফোন দূরে রাখুন।

প্রেমানন্দ মহারাজের মতে ভজন, সাধনা আধ্যাত্মিক কার্যকলাপের সময় মোবাইল ব্যবহার করা উচিত নয়। এতে ঈশ্বরের অবমাননা করা হয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে ফোন ব্যবহার অনুচিত।