পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...
TV9 Bangla
Credit - Canva, Pinterest
প্রতিটি মহিলার জন্য মাসিক একটি অত্যন্ত সাধারণ বিষয়। এই সময় শরীর অল্প দুর্বল থাকে সকল মেয়েদেরই। কারও একটু বেশি কষ্ট হয়, কারও খানিক কম।
পিরিয়ডসের সময় মহিলাদের মন্দিরে প্রবেশে মানা থাকে। এই সময় মহিলাদের রান্না করা কি উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন তা নিয়ে।
প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন যে, পিরিয়ডসের সময় মহিলাদের রান্নাঘরে কাজ করা উচিত নয়। মনে করা হয় যে, ওই সময় মহিলারা অশুচি।
যে কারণে মহিলাদের মাসিকের সময় সরাসরি ঈশ্বরের আরাধনার কাজে যুক্ত হতে মানা করা হয়। কিন্তু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, ওই সময় মনে মনে ঈশ্বরের জপ করতেই পারেন।
প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, মহিলাদের পিরিয়ড হলে পুজো পাঠ সংক্রান্ত কোনও কাজ করা চলে না। ধার্মিক কোনও অনুষ্ঠানে যোগ দেওয়াও চলে না।
মাসিকের সময় কোনও মহিলা সরাসরি পুজোতে যোগ দিতে না পারলেও তাঁরা মনে মনে ঈশ্বরের নাম নিতে পারেন। ঈশ্বরকে কল্পনা করে মন শান্ত করতে পারেন।
হিন্দু ধর্মে একটি বিশ্বাস এও রয়েছে যে, ঋতুস্রাবের সময় মহিলাদের রান্নাঘরে প্রবেশ করাই উচিত নয়। কারণ মা অন্নপূর্ণা রান্নাঘরে থাকেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।