20th January, 2025

'জীবন নরক বানিয়ো না', সমলিঙ্গ বিয়ে নিয়ে কী বললেন প্রেমানন্দ মহারাজ?

Credit - X

TV9 Bangla

বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজের নানা বাণী অক্ষরে অক্ষরে মানেন তাঁর কাছে ছুটে যাওয়া ভক্তরা। সম্প্রতি এক ব্যক্তি তাঁর সামনে সমলিঙ্গ বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন।

সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে প্রেমানন্দ মহারাজকে ওই ভক্ত বলেন, 'আমার পরিবার বিয়ে করতে বলছে। আমি মহিলাদের প্রতি আকৃষ্ট নই। পুরুষদের প্রতি আমার আকর্ষণ বেশি।'

ওই ব্যাক্তি প্রেমানন্দ মহারাজজির কাছে জানতে চান, এ বার তাঁর কী করা উচিত। খুব সুন্দরভাবে সেই ব্যক্তিকে উত্তর দিয়েছেন বৃন্দাবনের বাবা।

যাঁদের মনে এই ধরনের অনুভূতি, তাঁদের উদ্দেশ্যে প্রেমানন্দ মহারাজ বলেন, 'সেই সকল ব্যক্তিদের কাছে আমি প্রার্থনা করছি, যাঁদের এমন ভাব রয়েছে, তাঁদের কোনও মহিলাকে প্রতারণা করা ঠিক নয়।'

প্রেমানন্দ মহারাজ বলেন, 'নিজের মা-বাবার কাছে মনের ভাব প্রকাশ করো। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করো না। এ ভাবে কোনও মহিলাকে বিয়ে করে বাড়িতে আনা উচিত নয়। সেই মহিলার জীবন নরক বানিয়ো না।'

এভাবে বিয়ে করলে কারও জীবন নষ্ট করার মানে হয় না বলেছেন প্রেমানন্দ মহারাজ। তিনি বলেন, 'এ নিয়ে মা-বাবাকে কথা বলতে লজ্জা লাগতে পারে, আর অন্যের জীবন নষ্ট করতে লজ্জা হবে না?'

তিনি আরও বলেন, 'ঈশ্বর ওইভাবে বানিয়েছেন যে ব্যক্তিকে, তাঁকে বকাঝকা করে কেউ বদলে দিতে পারবেন না। মা-বাবার কাছে আমার অনুরোধ সন্তানকে বোঝার চেষ্টা করুন।'

 বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।