তিনি জানিয়েছেন, এই জীবনে ঈশ্বরলাভের ইচ্ছে থাকলে পরজন্মের কথা ভাববেন না। কলিযুগে মানুষের গড় বয়স ৭০-৮০ বছর।
সময় যত এগোচ্ছে, মানুষের আয়ুও কমছে। একটা সময় আসবে, যখন মানুষের বয়স হবে মাত্র ২০-৩০ বছর। কলিযুগে প্রতিনিয়ত পাপ বাড়তেই থাকবে।
জীবন বাঁচাতে এক সময় খাবার পাওয়া দুষ্কর হয়ে উঠবে। মানুষ কোথাও জলটুকুও পাওয়া যাবে না। তাঁর কথায়, কলিযুগে পৃথিবীতে এমন এক বিপর্যয় হবে, তাতে রাতে মাথা গোঁজার জায়গাও হবে না।
কলি যুগে মিথ্যে কথা বলার পরিমাণ বেড়ে যাবে। ভাই-ভাইয়ের মধ্যে টাকা-পয়সা নিয়ে লড়াই হবে। নিজেদের মধ্যে ঝগড়া হবে। যখন সবকিছুর মাত্রা ছাড়িয়ে যাবে পৃথিবী ধ্বংস হবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।