photo of Premananda Maharaj ji

15th April, 2025

পৃথিবী ধ্বংস হবে কীভাবে? প্রেমানন্দ মহারাজ বললেন...

TV9 Bangla

image

Credit - Pinterest 

হিন্দুধর্ম অনুযায়ী কলিযুগ চতুর্যুগের শেষ যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর যুগের পর আসে কলি যুগ। কথিত আছে, শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কলি যুগ শুরু হয়েছে।

হিন্দুধর্ম অনুযায়ী কলিযুগ চতুর্যুগের শেষ যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর যুগের পর আসে কলি যুগ। কথিত আছে, শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কলি যুগ শুরু হয়েছে।

কলিযুগকে অন্ধকারযুগও বলা হয়। হিন্দুশাস্ত্র অনুযায়ী, কলি যুগে পাপের পরিমাণ ছাপিয়ে যাবে পুণ্যকে। কলি যুগ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রেমানন্দ মহারাজ।

কলিযুগকে অন্ধকারযুগও বলা হয়। হিন্দুশাস্ত্র অনুযায়ী, কলি যুগে পাপের পরিমাণ ছাপিয়ে যাবে পুণ্যকে। কলি যুগ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রেমানন্দ মহারাজ।

বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, কলি যুগে নারী-পুরুষ এবং সন্ন্যাসীরা কেমন আচরণ করবেন।

বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, কলি যুগে নারী-পুরুষ এবং সন্ন্যাসীরা কেমন আচরণ করবেন।

 তিনি জানিয়েছেন, এই জীবনে ঈশ্বরলাভের ইচ্ছে থাকলে পরজন্মের কথা ভাববেন না। কলিযুগে মানুষের গড় বয়স ৭০-৮০ বছর।  

সময় যত এগোচ্ছে, মানুষের আয়ুও কমছে। একটা সময় আসবে, যখন মানুষের বয়স হবে মাত্র ২০-৩০ বছর। কলিযুগে প্রতিনিয়ত পাপ বাড়তেই থাকবে। 

জীবন বাঁচাতে এক সময় খাবার পাওয়া দুষ্কর হয়ে উঠবে। মানুষ কোথাও জলটুকুও পাওয়া যাবে না। তাঁর কথায়, কলিযুগে পৃথিবীতে এমন এক বিপর্যয় হবে, তাতে রাতে মাথা গোঁজার জায়গাও হবে না। 

কলি যুগে মিথ্যে কথা বলার পরিমাণ বেড়ে যাবে। ভাই-ভাইয়ের মধ্যে টাকা-পয়সা নিয়ে লড়াই হবে। নিজেদের মধ্যে ঝগড়া হবে। যখন সবকিছুর মাত্রা ছাড়িয়ে যাবে পৃথিবী ধ্বংস হবে।   

 বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।