2nd February , 2025

গায়ত্রী মন্ত্র মুখে আনলেই হবে মহাপাপ! কেন এমন বললেন প্রেমানন্দ মহারাজ?

Credit - Pinterest 

TV9 Bangla

অনেকে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করেন। এই মন্ত্রটিতে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্র বলে মনে করা হয়।

শাস্ত্র মতে, গায়ত্রী মন্ত্র জপ করলে সাফল্য অর্জন করা যায় এবং জীবনে সুখী হওয়া যায়। এবং জ্ঞানের প্রসার হয়। ঐশ্বরিক আলো আসে।

বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজ তাঁর আশ্রমে জানিয়েছেন, সব সময় সঠিক উপায়ে গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত। না হলে মহাপাপের ভাগী হতে হবে।

প্রেমানন্দ মহারাজা বলেন, 'পঞ্চাক্ষরি, দ্বাদশাক্ষর ও গায়ত্রী মন্ত্র যখন গুরুজনরা আমাদের দিয়েছিলেন, সেই সময় পর্দার আড়ালে বলা হয়েছিল।'

 বৃন্দাবনের মহারাজজির কথায়, যাতে ওই সকল মন্ত্র আর কেউ শুনতে না পায়, তাই এগুলো বলার সময় ঘন্টা ও শঙ্খ বাজানো হত।

প্রেমানন্দ মহারাজ বলেন, 'জানি না কে এবং কীভাবে এটা ছড়িয়েছে, আজকাল কীর্তনে পঞ্চাক্ষরি, দ্বাদশাক্ষর, গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছে।'

তাঁর কথায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পবিত্র আসনে বসে মানসিক ভাবে জপ করতে হয়। গায়ত্রী মন্ত্রও মনে মনে জপ করতে হয়। মুখে এই মন্ত্র পাঠ করা হয়।

যে ব্যক্তি কীর্তনে বা কখনও লাউডস্পিকারে গায়ত্রী মন্ত্র চালান, তাঁর পাপ হয়। সেখান থেকে গায়ত্রী মন্ত্র শুনলেও পাপের ভাগী হতে হয়। এটি শুনলে কোনও লাভ হয় না।

প্রেমানন্দ মহারাজ একইসঙ্গে জানিয়েছেন, গায়ত্রী মন্ত্র মৌখিক ভাবে জপ করা ঠিক নয়। এটি উচ্চারণ করে বলার চেয়ে মনে মনে জপ করা ভালো।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।