10th February, 2025
জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...
TV9 Bangla
Credit - Pinterest , Meta Ai
বৃন্দাবনের জনপ্রিয় সাধু প্রেমানন্দ মহারাজ। প্রতিদিন তাঁর আশ্রমে ভিড় জমান অনেক ভক্ত। সেখানে তিনি সকলের সমস্যার কথা শোনেন।
প্রেমানন্দ মহারাজ চেষ্টা করেন, তাঁর কাছে যে যা সমস্যা নিয়ে হাজির হন, তাঁদের সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দেওয়ার।
সম্প্রতি প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে এক মহিলা বলেন, তাঁর পরিবার চাইছে তিনি বিয়ে করুন। কী দেখে একজনকে বিয়ে করবেন তিনি? সেই প্রশ্নই করেন।
এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ জানান, জন্মের আগেই ঈশ্বর ঠিক করে দেন, কোনও ব্যক্তির কার সঙ্গে বিয়ে হবে। এটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই।
তিনি এও জানান যে, ঈশ্বরের আশীর্বাদেই কোনও জুটি তৈরি হয়। যখন সঠিক সময় আসে, সেই সময় একে অপরের জীবনসঙ্গী খুঁজে পায়।
কেউ নিজের আকাঙ্খা পূরণ করার মতো জীবনসঙ্গী পেতে চাইলে উপোস করতে পারেন। একথাও জানিয়েছেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ।
কাঙ্খিত জীবনসঙ্গী পাওয়ার জন্য উপোস করার পাশাপাশি মহাদেবের আরাধনা করার কথাও বলেছেন তিনি। এমনটা করলে মনের মতে জীবনসঙ্গী পেতে পারেন কেউ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন