16 JAN 2025

কোন পথে দ্রুত ধরা দেয় সুখ? প্রেমানন্দ মহারাজ বললেন...

credit: X, Getty Images

TV9 Bangla

প্রতিদিন মানুষ সুখী জীবনের আশায় দিন কাটায়, একদিন দূর হবে সব দুঃখ-কষ্ট এই আশাতেই আমরা প্রতিদিন বাঁচি।

কেউ খুব সহজেই সুখের সন্ধান পান। কারও জীবনে সাফল্য সুখ আসে বহু দেরিতে। অনেক পরিশ্রমের পরে ধরা দেয় সুখ।

যারা জীবনে অনেক সংগ্রাম পরিশ্রম করেও সুখ পাচ্ছেন না তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। প্রেমানন্দ মহারাজ তাঁদের জন্য বিশেষ একটি পরামর্শ দিয়েছেন।

কোন কাজ করলে জীবন থেকে ঘুচে যায় দুঃখের কালো ছায়া। শীঘ্রই জীবনে সুখ আসে। সাফল্য পাবেন কোন পথে তা খোলসা করেছেন প্রেমানন্দ মহারাজ।

প্রেমানন্দ মহারাজের মতে যে ব্যাক্তি দুঃখ কষ্টে জর্জরিত তাঁর সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সব সময় ভগবানের নাম করা উচিত।

প্রেমানন্দ মহারাজ আরও বলেন, যে সব ব্যাক্তি দুঃখ কষ্টে থাকেন, তাঁদের প্রতিদিন ব্যয়াম করা উচিত। ব্যয়াম করা, শরীরচর্চা করা দুঃখ মোচনে বর হিসাবে কাজ করে।

নিয়মিত ব্যয়াম বা শরীরচর্চা করলে আধ্যাত্মিক শক্তি বাড়ে। এক বছর নিয়মিত ব্যয়াম করলে তাঁদের জীবনে পরিবর্তন আসতে পারে। শীঘ্রই ভালো দিন শুরু হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।