বৈবাহিক জীবনে সুখ চান? পার্টনারকে ৫ প্রশ্ন করতে বললেন প্রেমানন্দ মহারাজ
TV9 Bangla
Credit - Freepik, Pinterest
বিয়ে অত্যন্ত পবিত্র একটি বন্ধন। দুটো মানুষ সামাজিক ভাবে বিয়ে করলে তাঁরা একসঙ্গে জন্ম জন্মান্তর কাটানোর শপথ নেন।
নিজের বিবাহিত জীবনে সকলেই সুখ চান। বিয়ের পর সঙ্গীর সঙ্গে অশান্তি মানেই জীবনের প্রতি বিরক্তি। তাই বিয়ের আগে সঙ্গীকে বেশ কিছু প্রশ্ন করা প্রয়োজন।
এমনটাই বলছেন বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। নিজের সৎসঙ্গে প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন যে, একজন ছেলে বা একজন মেয়ের অতি অবশ্যই উচিত তাঁদের ভবিষ্যতের জীবনসঙ্গীকে বেশ কিছু প্রশ্ন করা।
তিনি বলেছেন যে, প্রথমেই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যাতে তিনি এমন একজনকে আপনার জীবনসঙ্গী করেন, যার হৃদয় ও ধর্ম-কর্ম আপনার সঙ্গেই চলবে।
প্রেমানন্দ মহারাজ এও জানান যে, বিয়ের আগে নিজের সঙ্গীকে জিজ্ঞাসা করা উচিত যে, তিনি অন্য কোনও সম্পর্কে রয়েছেন কি না?
এমনটা করলে উল্টোদিকে থাকা ব্যক্তিটা আপনার প্রতি স্বচ্ছ ধারনা পাবেন এবং আপনার মানসিক অবস্থাও বুঝতে পারবেন। বিয়ে কেবল দুটি মানুষের সম্পর্কই গাঢ় করে না। এর দ্বারা দুটো পরিবার একত্রিত হয়।
ব্যক্তি, পরিবার ও সম্পর্ককে আপনার সঙ্গী কতটা গুরুত্ব দেয়, তা জানা গুরুত্বপূর্ণ। মহারাজ জানিয়েছেন যে, যদি আপনার সঙ্গীর আপনার মতোই আধ্যাত্মিক চিন্তাভাবনা হয়, তা হলে বিবাহিত জীবন সুখের ও সহজ হয়।
এই ধরনের চিন্তাভাবনা সম্পর্কের গভীরতাকে শক্তিশালী করে। যে কোনও সম্পর্কের ভিত্তি সততা ও আনুগত্যের উপর নির্ভর করে। আপনি কোনও সম্পর্কে কতটা সৎ, তার উপর ভবিষ্যতের অনেককিছু নির্ভর করে।
জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানান যে, কঠিন সময়ে আপনার সঙ্গী কেমন আচরণ করেন, তা জানার চেষ্টা করতে হবে। এমনটা করলে একসঙ্গে আপনারা নানা সমস্যার সমাধান করতে পারবেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।