10th June, 2025

স্বামী বিশ্বাস ভাঙ্গলে স্ত্রীর কী করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...

TV9 Bangla

Credit -  Freepik,Pinterest 

বৃন্দাবনের জনপ্রিয় গুরু প্রেমানন্দ মহারাজ। তাঁর কাছে দূরদূরান্ত থেকে বহু মানুষ আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে, তাঁর পরামর্শ নিতে আসেন।

প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে সম্প্রতি তিনি জানিয়েছেন, যদি কোনও স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তা হলে সেই স্ত্রীর কী করা উচিত।

যখন কারও স্বামী বিশ্বাসঘাতকতা করে, সেই সময় তার স্ত্রীর রাগ, দুঃখ, হতাশার মতো তীব্র আবেগ অনুভব করা স্বাভাবিক। বারবার বিশ্বাস ভাঙা মানে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হওয়া।

প্রেমানন্দ মহারাজের কথায় প্রতিটি অনুভূতিকে দমন করার পরিবর্তে স্বীকার করা গুরুত্বপূর্ণ। যদি কারও স্বামী স্ত্রীর বিশ্বাস ভঙ্গ করেন, তা হলে কী করা উচিত, জানিয়েছেন তিনি।

প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, কোনও স্বামী যদি স্ত্রীর বিশ্বাস ভাঙেন, তা হলে স্বামীর সঙ্গে স্ত্রীকে শান্ত হয়ে ও স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করতে হবে।

এটা বুঝিয়ে দিতে হবে যে, সে (স্বামী) এমনটা করার ফলে কতটা কষ্ট পেয়েছেন তিনি (স্ত্রী)। এক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীকে দ্বিতীয় সুযোগ দিতে পারেন।

স্বামীকে এটা পরিষ্কার করে দিতে হবে যে, ভবিষ্যতে যেন এই ধরনের আচরণ তিনি আর না করেন। এ ছাড়া এর পরিণতি কী হতে পারে, সেই বিষয়েও স্বামীকে অবগত করা জরুরি।

রাতারাতি কারও বিশ্বাস পুনরুদ্ধার করা যায় না। কোনও স্বামী যদি স্ত্রীর বিশ্বাস ফিরে পেতে চায়, তা হলে সময় নিতে হবে। ধৈর্য ধরতে হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে।

আবার অনেক সময় যদি স্বামী-স্ত্রী এই পরিস্থিতিতে কোনও সুরাহা না করতে পারেন, তা হলে দু'জনেরই উচিত কোনও আধ্যাত্মিক গুরুর পরামর্শ নেওয়া। এমনটা করলে মানসিক শান্তি ও সঠিক দিকনির্দেশ পাওয়া যেতে পারে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।