24th June, 2025

সব রাস্তা বন্ধ, হেরে গিয়েছেন মনে হচ্ছে? প্রেমানন্দ মহারাজ বললেন...

TV9 Bangla 

Credit - Pinterest 

কোনও ব্যক্তির জীবনে যখন হতাশা ঘিরে ধরে, সেই সময় তিনি কোনও উপায় দেখতে পান না। ভীষণ একাকী, পরাজিত বোধ হয়। এই পরিস্থিতি সামলাতে প্রেমানন্দ মহারাজ কয়েকটি উপায় জানিয়েছেন। জানেন সেগুলি কী?

প্রেমানন্দ মহারাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, যখন কোনও পথ দেখা যাচ্ছে না, ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাঁর বিশ্বাস যে, ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন। সঠিক সময়ে আমাদের সঠিক দিক দেখান।

দ্বিতীয়ত, নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করতে হবে। সব সময় ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে। আমাদের চারপাশের পরিস্থিতি দেখে যে চিন্তাই আসুক না কেন, আমাদের আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ।

তৃতীয়ত, যদি কেউ কোনও কঠিন পরিস্থিতিতে পড়েন, সেই সময় নিজের কর্তব্য পালন করে যেতে হবে। ফলাফলের আশা করার দরকার নেই। ঈশ্বরের উপর সেটা ছেড়ে নিজের কাজ করে যেতে হবে।

চতুর্থত, নিজের ভুল-ত্রুটি এবং পরিস্থিতি মেনে নিতে শিখতে হবে। যদি নিজেকে গ্রহণ করতে পারো, তা হলে অন্তরে শান্তি আনতে পারবে। সমস্যার বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবেন।

পঞ্চমত, যখন কেউ বিভ্রান্ত হবেন, তখন তাড়াহুড়ো করা ঠিক নয়। শান্ত মনে পরিস্থিতি বিবেচনা করতে হবে। তা হলে সমস্যার সমাধান মিলতে পারে।

মন যখন চঞ্চল, অনিশ্চয়তা কাজ করবে, সেই সময় প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিক কার্যকলাপের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। তাতে মানসিক শক্তি ও শান্তি আসবে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।