জীবনে তাড়াতাড়ি সাফল্য চান? প্রেমানন্দ মহারাজের মতে এ কাজ করলেই...
TV9 Bangla
Credit - Pinterest, Canva
প্রতিটি ব্যক্তিই জীবনে সাফল্য চান। সেই সাফল্য তখনই ধরা দেয়, যখন ওই ব্যক্তি সঠিক পথে, সঠিক উপায়ে পরিশ্রম করেন।
বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, জীবনে তাড়াতাড়ি সাফল্য চাইলে কী করতে হবে। তাঁর নানা বাণী জীবনকে আধ্যাত্মিক ক্ষেত্রে ও ব্যবহারিকভাবে সফল করতে অনুপ্রাণিত করে।
যদি জীবনে তাড়াতাড়ি সাফল্য পেতে চান, তা হলে প্রেমানন্দ মহারাজের বলা এই বিষয়গুলি জীবনে অনুসরণ করতে পারেন।
প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, সাফল্য পেতে হলে ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে, কেউ কখনও একা থাকে না। ঈশ্বর সকলের সঙ্গে থাকেন।
ইতিবাচক চিন্তাভাবনাই কোনও ব্যক্তির সাফল্যের মূল চাবিকাঠি। কেউ যখন ইতিবাচক কিছু ভাবতে থাকেন, সেই সময় ওই ব্যক্তি আরও অনুপ্রাণিত হন।
প্রেমানন্দ মহারাজের মতে, জীবনে সমস্যা এলে, সেটিকে সুযোগ হিসেবে দেখা দরকার। কখনও হাল ছাড়তে নেই। সাফল্যের কোনও শর্টকাট পথ নেই।
প্রেমানন্দ মহারাজের মতে, যে কোনও ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে। তাঁর মতে, অপরকে সাহায্য করলে সাফল্য ধরা দেয়।
জীবনে প্রতি পদে নানা চ্যালেঞ্জ সামনে আসে। তা দেখে ঘাবড়ে গেলে চলবে না। হাল ছাড়লে চলবে না। যদি কোনও কাজে একনাগাড়ে লেগে থাকা যায়, তা হলে দেখা যাবে সেই ব্যক্তি সফল হবেনই।
প্রেমানন্দ মহারাজের মতে, শৃঙ্খলাই সাফল্যের আসল চাবিকাঠি। নিজের লক্ষ্য অর্জনের জন্য যে কোনও ব্যক্তিকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। যেমন- সময়মতো ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত হালকা শরীরচর্চা করা উচিত।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।