14th May, 2025

নতুন কাজে সাফল্য আনার একটাই মন্ত্র, প্রেমানন্দ মহারাজ বললেন…

TV9 Bangla

Pic Credit- Pinterest

বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। বৈষ্ণব মতে প্রেমানন্দ মহারাজ হলেন রাধাকৃষ্ণের উপাসক। তাঁর বাণী অনেকের জীবন বদলে দিয়েছে।

প্রেমানন্দ মহারাজজি জীবনে নানা বিপদ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তা নিয়ে তাঁর ভক্তদের জানিয়েছেন। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, কোনও ব্যক্তি জীবনে নতুন কোনও কাজ শুরু করলে কী করা উচিত।

প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, যখন আমরা নতুন কোনও কাজের পরিকল্পনা করি, তখন কেউ কেউ ঈর্ষা প্রকাশ করে। সেই সকল ব্যক্তিদের কু-দৃষ্টি সেই নতুন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

প্রেমানন্দ মহারাজের মতে, নতুন কোনও কাজ করার সময় মনোযোগী হতে হবে। সেই কাজ নিয়ে অন্যের সঙ্গে তাই কথা বলা উচিত নয়। তাতে মানসিক শান্তি নষ্ট হতে পারে।

এই প্রসঙ্গে প্রেমানন্দ মহারাজ বলেন, ‘যারা আপনার ভালো চাইবে না, তারা এমন সময় নেতিবাচক পরামর্শ দিয়ে থাকেন।’ এমন পরিস্থিতিতে যে কারও আত্মবিশ্বাস কমে যায়।

প্রেমানন্দ মহারাজের কথায়, একটি বীজের অঙ্কুরিত হওয়ার জন্য মাটির ভিতরে নির্জনতার প্রয়োজন হয়। তেমনই কোনও নতুন কাজ শুরু করার সময়ও নীরবতার প্রয়োজন।

কেন এমনটা মনে করেন প্রেমানন্দ মহারাজ? আসলে তিনি মনে করেন, কোনও নতুন কাজ শুরু করার সময়ও নীরবতা বজায় রাখলে অভ্যন্তরীণ শক্তিও বজায় থাকে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।