3rd  April, 2025

ঠাকুরকে গোটা না কাটা ফল দেন, কোনটা ঠিক? প্রেমানন্দ মহারাজ বললেন...

TV9 Bangla

Credit - Canva, Getty Image, Pinterest

বাড়ির সিংহাসনে থাকা ঠাকুরকে অনেকেই নৈবেদ্য হিসেবে নানা ফল, মিষ্টি দিয়ে থাকেন। কোনও মন্দিরে যখন ভক্তরা যান, সেই সময়ও ফল, মিষ্টি নৈবেদ্য হিসেবে দেন।

কথিত আছে, ঈশ্বরকে নৈবেদ্য দিলে সন্তুষ্ট হন। অনেক সময় দেখা যায়, ঠাকুরকে কাটা ফল নৈবেদ্যতে দেওয়া হয়। এমনটা করলে কী হয়?

বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, ঠাকুরকে কাটা ফল নিবেদন করলে কী হয়। এটি ঠিক না ভুল, তাও জানিয়েছেন।

প্রেমানন্দ মহারাজের কথায়, বেশ কিছু ফল যেমন - আপেল, তরমুজ, আমে বীজ থাকে। সাধারণ মানুষ এগুলি পরিষ্কার জলে ধুয়ে নেয়। তারপর কেটে ও বীজ ফেলে খায়।

তাঁর মতে, ঠাকুরকে কোনও ফল নৈবেদ্যতে দেওয়ার আগে তা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হয়। এরপর তা থেকে বীজ ফেলে, কেটে দিতে হয় ঠাকুরকে।

অনেকেই ঠাকুরের সামনে গোটা ফল নৈবেদ্যের থালাতে সাজিয়ে দেন। তা না করে ফল পরিষ্কার করে কেটে ঠাকুরকে দেওয়ার কথা বলেছেন প্রেমানন্দ মহারাজ।

তাঁর সোজা কথা, নিজে ফল খাওয়ার সময় যে দিকগুলি খেয়াল রাখা হয়, ঠাকুরকেও নৈবেদ্যতে ফল নিবেদন করলে সে বিষয়গুলিতে নজর রাখা দরকার।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।