28th June, 2025

চিলের মুখে পুরীর মন্দিরের পতাকা, রথের চাকা গেল আটকে, এ কোন অশনি সংকেত!

TV9 Bangla 

Credit - PTI

রথযাত্রা নিয়ে প্রতি বছর অনেকের বিরাট আগ্রহ থাকে। এমন সময় পুরীতে প্রচুর ভক্ত সমাগম হয়। এ বছরও রথের দিন বহু পুণ্যার্থী পুরীতে ভিড় জমিয়েছিলেন।

এ বার পুরীর রথযাত্রায় অশুভ কাণ্ড ঘটেছে। জগন্নাথের রথের চাকা যেন এগোতেই চায়নি। শুনে অবাক লাগলেও এটাই ঘটেছে পুরীতে।

পুরীর জগন্নাথদেবের মন্দির চত্বরেই সারা রাত দাঁড়িয়েছিল মহাপ্রভুর রথ নন্দীঘোষ। বলরাম ও সুভদ্রার রথ কিছুটা এগোলেও মূল মন্দির থেকেই বেরোতে পারেনি নন্দীঘোষ।

অনেকে এই ঘটনাকে অশুভ কিছুর ইঙ্গিত বলে মনে করছেন। পুরীর মন্দির ঘিরে এ বছর বেশ কয়েকটি অবাক করা ঘটনা ঘটেছে।

বেশ কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল একটি চিল পুরীর মন্দিদের ধ্বজা নিয়ে উড়ে যাচ্ছে।

শীত-গ্রীষ্ম-বর্ষা যে কালই হোক না কেন, পুরীর মন্দিরের ধ্বজা সব সময় উড়তে থাকে। কিন্তু এ বার চিল ওই ধ্বজা মুখে নিয়ে ওই ভাবে ওড়ায় যেন এক অশনি সংকেত দিয়ে গেল!

পুরীতে রথযাত্রার দিন যে হারে পুণ্যার্থীদের ঢল নেমেছিল, সেখানে আচমকা হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রায় ৫০০ জন পুণ্যার্থী আহত হয়ে পড়েন।

এই সকল অনাকাঙ্খিত ঘটনা দেখে অনেকেই বলাবলি শুরু করেছেন, আর কোন অশুভ ঘটনা ঘটতে বাকি রয়েছে?