সকাল থেকেই একটানা বৃষ্টি হয়েই চলেছে। ঘ্যান-ঘ্যানে বৃষ্টিতে তীব্র যানজট শহরজুড়ে। কবে এই বৃষ্টি থামবে তা যদিও বলেনি হাওয়া অফিস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরেই আরও জোরাল বর্ষা।
১৮-১৯-২০ জুন এই তিনদিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা
২১-২২-২৩ দক্ষিণবঙ্গেj সব জেলায় কম বেশি বৃষ্টি হবে। কোন জেলায় বৃষ্টি হবে? জানুন
১৮ জুন বৃষ্টি হওয়ার কথা পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, মেদিনীপুর,ঝাড়গ্রাম,বাঁকুড়া, বীরভূম, হুগলি,হাওড়া,দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
১৯ জুন বৃষ্টি হবে পুরুলিয়া,দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান,পূর্ব মেদিনীপুরে
২৩শে জুন বৃষ্টি হবে নদিয়া,দক্ষিণ ২৪ পরগনায়
২৪ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে