1st July, 2025

বৃষ্টির জল ব্যবহার করুন এইভাবে, ঘুরবে ভাগ্য, হাতে আসবে প্রচুর অর্থ

TV9 Bangla 

Credit - Canva, Getty Images

বৃষ্টির জল সংরক্ষণ করার নানা সুবিধা। জল সংকট মোকাবেলা করতে, ভূগর্ভস্থ জলের স্তর উন্নত করতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এ সবের পাশাপাশি বৃষ্টির জল বাস্তু দোষ থেকেও মুক্তি দিতে সাহায্য করে। চলুন জেনে নিন সেই প্রতিকার বাস্তবে ব্যবহার করবেন কীভাবে।

যে কোনও ব্যক্তির সুপ্ত বাসনা, ইচ্ছে পূরণ করতে পারে বৃষ্টির জল। যদি কোনও ব্যক্তি আর্থিক সংকটের সম্মুখীন হন, তা হলে বৃষ্টির জলকে কাজে লাগাতে পারেন।

একটি কাচের বোতলে বৃষ্টির জল ভরে তা যদি আলাদা করে বাড়িতে রাখেন, তা হলে অর্থকষ্ট মিটবে। ঋণের বোঝা কমাতেও কার্যকরী বৃষ্টির জল।

একটা বালতিতে বৃষ্টির জল ধরতে হবে। তারপর আরাধ্য দেবতাকে স্মরণ করে সেই বালতির জলে কয়েক ফোঁটা দুধ মেশান। সেই জলে স্নান করা হলে ঋণের দায় থেকে মুক্তি মেলে।

কোনও ব্যক্তি যদি আর্থিক অনটনের মধ্যে থাকেন, তা হলে একটি বাটিতে বৃষ্টির জল ভরে সেটি ছাদে রেখে দিতে হবে। এমনটা করলে লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টি বজায় থাকবে।

কেউ আর্থিক সংকটের মধ্য়ে থাকলে একখানা মাটির পাত্রে বৃষ্টির জল ধরতে পারেন। তারপর বাড়ির উত্তর দিকে ওই জল ভর্তি পাত্র রাখতে হবে। এ কাজ করলে টাকা ও পয়সার সমস্যা মিটে যাবে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।