আপনিও কি অগ্নিবীর হতে চান? বছরের প্রথম মাসেই শুরু হচ্ছে ভারতীয় বায়ুসেনার নিয়োগ প্রক্রিয়া
credit: Getty Images
TV9 Bangla
আপনিও কি দেশ সেবায় নিযুক্ত হতে চান? ভারতীয় বায়ু সেনায় কাজ করতে চান। তাহলে নতুন বছরেই পাবেন সেই সুযোগ।
ভারতীয় বায়ু সেনা অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্টের নোটিস বার করেছে। ইচ্ছুকরা চাইলেই আবেদন করতে পারবেন। ৭ জানুয়ারি ২০২৫ থেকেই শুরু হবে আবেদন গ্রহণ।
২৭ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে আবেদন। যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in/AV তে গিয়ে আবেদন জানাতে পারবেন।
প্রথমে অনলাইনে একটি পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে মার্চের ২২ তারিখ। কারা কার বসতে পারেন এই পরীক্ষার জন্য?
পরীক্ষার্থীর নূনতম যোগ্যতা হতে হবে ১০+২ পাস। অঙ্ক, পদার্থবিদ্যা, এবং ইংরেজি থাকাটা বাধ্যতা মূলক। তিনটি সাবজেক্ট মিলিয়ে ৫০ শতাংশের বেশি এবং ইংরেজিতে শুধু ৫০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে।
অথবা মেকানিকাল, ইলেক্ট্রিকাল, ইলেক্ট্রনিক্স, সিএস, আইটি, অটোমোবাইল বা ইন্সট্রুমেন্টেশন নিয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। ইংরেজিতে ৫০% বেশি নম্বর বাধ্যতামূলক। কিংবা ২ বছরের ফিজিক্স এবং অঙ্কে ভোকেশনাল কোর্স করা থাকতে হবে।
অনলাইন টেস্ট ছাড়াও থাকবে এক ঘন্টার ফিজিক্স,অঙ্ক এবং ইংরেজির পরীক্ষা। থাকবে ৪৫ মিনিটের একটি ইংরেজি এবং রিসনিং ও জেনারেল নলেজের পরীক্ষা।
৮৫ মিনিটের একটি পরীক্ষা হবে যেখানে থাকবে ফিজিক্স, অংক,ইংরেজি, রিসনিং এবং জেনারেল নলেজের প্রশ্ন। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য -০.২৫ নম্বর পাবেন। আর বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।