14th January, 2025

লাল প্রবাল বা পলা পরেছেন? এই রাশির জাতক-জাতিকারা পাবেন বিরাট ফল

Credit - X

TV9 Bangla

অনেক ব্যক্তির হাতে দেখা যায় লাল প্রবাল বা পলা ধারন করেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু বিশেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাল প্রবাল পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

প্রবাল মূলত মঙ্গল গ্রহের রত্ন। তাই যাদের মঙ্গল দুর্বল বা অশুভ প্রভাব যুক্ত, তাদের প্রবাল ধারণ করা বেশ উপকারী। কোন কোন রাশির জন্য প্রবাল শুভ?

মেষ রাশি (Aries): মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য প্রবাল অত্যন্ত শুভ। এটি ধারণ করলে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় ও বিভিন্ন বাধা বিপত্তি দূর হয়।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। যে কারণে এই রাশির ব্যক্তিদের জন্যও প্রবাল ধারণ করা উপকারী। এটি তাদের সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্ব দানের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জন্য প্রবাল বেশ শুভ। এটি সেই ব্যক্তির ভাগ্যোদয়ে সাহায্য করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবাল ধারণ করা শুভ। এটি তাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে।

এছাড়াও, যাদের কুন্ডলীতে মঙ্গল দুর্বল অবস্থানে রয়েছে বা মঙ্গলের দশায় সমস্যা চলছে, তারাও জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রবাল ধারণ করতেই পারেন।

প্রবাল ধারণ করার আগে এক অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্রের মতামতের উপর ভিত্তি করে। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।