23 JAN 2025

পকেটভর্তি টাকা চান? মৌনী অমাবস্যায় তুলসী গাছের সামনে করুন এই কাজ

credit:Getty Images

TV9 Bangla

সকল অমাবস্যা তিথির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল, মৌনী অমাবস্যা।। এই তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। এই বছর ২৯ জানুয়ারি পরেছে মৌনী অমাবস্যা।

হিন্দু ধর্ম মতে এই দিন সকাল সকাল পবিত্র নদীতে স্নান করা উচিত। এখন চলছে মহাকুম্ভ, মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভে স্নান করলে তা বেশ শুভ বলে মনে করা হয়।

এই দিন পবিত্র নদীতে স্নান করার পাশাপাশি, দান ধ্যান করতে পারেন, এতে লাভ হবে। স্নান করে উঠে ভগবান বিষ্ণু এবং মা তুলসীর পুজো করাকেও শুভ বলে মনে করা হয়।

২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিনেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অনুষ্ঠীত হবে দ্বিতীয় অমৃত স্নান। এই দিন ত্রিবেণী সঙ্গমে স্নান করে তুলসী পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে।

মৌনী অমাবস্যার দিন সংসারের সৃষ্টি কর্তা ভগবান বিষ্ণু এবং সংহারক মহাদেবের পুজো করা উচিত। বিশ্বাস এতে ভগবান বিষ্ণু এবং ধন লক্ষ্মী খুশি হন।

ভগবান বিষ্ণু এবং ভগবান শিব ছাড়াও এই দিন তুলসী পুজো করার চল রয়েছে। এছাড়াও, এই দিন কিছু জিনিস উৎসর্গ করলে আর্থিক লাভের সম্ভাবনা থাকে।

এই দিন তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন। হলুদ সুতোয় ১০৮টি গিট বেঁধে তা তুলসী গাছে বেঁধে নিজের মনের ইচ্ছা চুপি চুপি প্রার্থনা করুন। বিশ্বাস এতে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে।

মৌনী অমাবস্যার দিন তুলসী গাছে লাল কলব বেঁধে দিন। লোকবিশ্বাস, এতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশির্বাদ পাওয়া যায়। এতে মনের সুপ্ত বাসনা পূরণ হয়।