কোনওদিন টাকার অভাব হবে না, শুধু ধনতেরসের দিন এই ৪ কাজ করুন!
credit: getty images
TV9 Bangla
ধনতেরস মানেই দেবী ধনলক্ষ্মীর আরাধনার দিন। কথিত এই দিন মা লক্ষ্মীর পুজো করলে আর কেনাকাটা করলে দেবী সন্তুষ্ট হন। ঐশ্বর্যের দেবী সন্তুষ্ট হলে সমৃদ্ধি আসে জীবনে। লক্ষ্মী দেবী সন্তুষ্ট হলে সংসারে সুখ শান্তি বজায় থাকে।
জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু উপাচার বা নিয়ম আছে, যা ধনতেরসের দিন মেনে চললে, সুখ-সমৃদ্ধি আরও বৃদ্ধি পায়। সোনা-রুপো কেনা ছাড়া, আর কী কী করবেন এই দিন? জেনে নিন এখনই।
বাড়ি অপরিষ্কার থাকলে লক্ষ্মী দেবী সেই স্থান ত্যাগ করেন। তাই বাড়ি থেকে আবর্জনা বা ভাঙাচোরা জিনিসপত্র দূর করে, বাড়ি পরিষ্কার রাখুন। তারপর বাড়ির সদর দরজার সামনে নানা রং দিয়ে একটা রঙ্গোলি করুন। এতে দেবী সন্তুষ্ট হবেন।
আপনার টাকা রাখার ব্যাগটি যদি ছিঁড়ে গিয়ে থাকে, তাহলে সেটিকে বাতিল করতে হবে। বদলে নতুন পার্স কিনুন। সেই পার্সে, একটি লাল কাগজে শ্রীযন্ত্রম, কাঁচা হলুদ, লক্ষ্মীযন্ত্রম, শঙ্খ, কড়ি এই ৬টি জিনিসের নাম লিখে ব্যাগটি পুজো করে তারপর ব্যবহার করতে হবে।
জ্যোতিষশাস্ত্র মতে এই দিন ঝাঁটা কেনার পরামর্শ দেন কেউ কেউ। মনে করা হয় ধনতেরসের দিনে নতুন ঝাঁটা কিনলে পুরনো ঋণ শোধ হয়ে যায়। তবে বাড়ির পুরনো ঝাঁটাটি ফেলে দেবেন না। সেটিও কিন্তু দরকার।
ধন ত্রয়োদশীর দিন পুরনো ঝাঁটা দিয়েও এই টোটকাটি করে নিন। পুরনো ঝাঁটাটি নিয়ে তাতে একটি কালো সুতো বেঁধে নিন। এবার ওই ঝাঁটা বাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখুন যাতে কোনও বাইরের লোকের নজরে তা না পড়ে। এর প্রভাবে বাড়ি থেকে অশুভ শক্তি দূরে থাকে।
ধনতেরসের দিন ধাতুর জিনিস কেনার কথা বলেন অনেকেই। তবে তাই বলে লোহার জিনিস কিনবেন না। এই দিনে কাচের জিনিস কিনতেও বারণ করা হয়। এমনকি বাড়িতে ভাঙা কাচ থাকলেও তা আগেভাগে বাড়ি থেকে দূর করুন।
ধনতেরসের দিন সৌভাগ্য আকর্ষণ করতে সোনা-রুপোর জিনিস কিনতেও বলা হয়। এই দিন শুভ সময়ে সোনা কিনলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন বলে বিশ্বাস।