11 February 2024
কয়েক সেকেন্ডেই গায়েব হবে ব্ল্যাক হেডস
credit: istock
TV9 Bangla
মুখ পরিষ্কার করেও ব্ল্যাক হেডস তোলা সম্ভব হয় না। এক কথায় ব্ল্যাক হেডস তোলা হয় তা খুবই যন্ত্রণাদায়ক।
একবার তুললেই হয় না, বার বারই এই এক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তাই ঘরোয়া এই টোটকাই একবার কাজে লাগিয়ে দেখুন।
মুখ পরিষ্কার করতে খুবই ভাল কাজ করে লেবু-মধুর মিশ্রণ। রোজ এই মিশ্রণ মুখে লাগালে মুখ থাকে পরিষ্কার।
একটা পাতিলেবু দু’ভাগ করে কেটে তার একভাগ নিয়ে রস করুন। এবার তার মধ্যে চিনির দানা আর মধু মিশিয়ে পেস্ট তৈরী করুন।
এবার ওই পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করুন। সপ্তাহে একবার করে মাসখানেক এই মাস্ক লাগালেই উপকার পাবেন।
ওটসের গুঁড়োর সঙ্গে দারচিনির গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। জল দিয়ে একটা পেস্ট করে নিন। খুব পাতলা বানাবেন না।
এবার এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন। শুকনো হয়ে গেলে গরম জল দিয়ে ধুয়ে নিন। এতেও কিন্তু ত্বক থাকে নরম।
কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার ওই দুধের উপর যে ক্রিম পড়ে তার সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন।
আরও পড়ুন