23 June 2024

ফ্রিজের দুর্গন্ধ দূর হবে এই চার টোটকায়  

TV9 Bangla

ঘরে যদি ফ্রিজ থাকে তাহলে অনেক বিষয়ে প্রচুর সুবিধা মেলে। বার বার রান্নার ঝক্কিও কমিয়ে দেয় এই যন্ত্র।

কিন্তু দৈনন্দিক মাত্রাতিরিক্ত ব্যবহারের জেরে ফ্রিজও নোংরা হয়। বিশেষ করে ফ্রিজের ভিতরের অংশ অপরিষ্কার হয় বেশি।

এর জন্য ফ্রিজ থেকে মাঝে মাঝে দুর্গন্ধ বের হয়। যা যথেষ্ট অস্বস্তি। এমনকি দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবার রাখলে তাতেও দুর্গন্ধ ছড়ায়।

তাই ফ্রিজ পরিষ্কার করা আবশ্যক। কিন্তু এক বার দুর্গন্ধ হলে সহজে তা যায় না। কিন্তু এই সব টোটকায় সহজেই বিদায় নেবে ফ্রিজের দুর্গন্ধ।

বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সিদ্ধহস্ত। বাটিতে তা ভরে ফ্রিজে রাখলে ফ্রিজের দুর্গন্ধ চলে যাবে।

লেবুও ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। পাতি লেবু কয়েক টুকরো করে ফ্রিজে রাখুন। ফ্রিজের বাজে গন্ধ দূর হবে।

ভিনিগারও এই গন্ধ তাড়ানোর কাজে দক্ষ। ভিনিগার বাটিতে করে ফ্রিজে রাখলে বিচ্ছিরি গন্ধ কেটে যাবে।

একটি বাটিতে করে কফির গুঁড়ো যদি ফ্রিজে রেখে দেন, তাহলেও দুর্গন্ধ দূর হবে নিমেষে। দারুণ কাজে আসবে।