শীতকালে সব বাড়িতেই গরম জলের প্রয়োজন হয়। স্নান করার জন্য তো বটেই, এছাড়াও রান্না, বাসন মাজা, কাপড় কাচার ক্ষেত্রেও ব্যবহার করা হয় গরম জল। এছাড়াও অন্য কাজও থাকে। অনেকেই সারাবছর বাটিতে গরম জল করেন
শহরের দিকে সব জায়গাতেই এখন গিজার রয়েছে। তাতেই জল গরম হয়। এমনকী অনেক জায়গায় ইমারশন রডও ব্যবহার করা হয়। তবে গ্রামের দিকে এখনও গ্যাসে বা উনুনেই এই গরম জল করা হয়
জল গরম করা ঠিক আছে, কিন্তু একই পাত্রে প্রতিদিন তা গরম করলে পাত্রের নিচে সাদা চুন বা লবণ জমে যায়। আপনি যদি প্রতিদিন বাসন পরিষ্কার না করেন তবে পাত্রে এই দাগ বেশি জেদি হয়ে যায়, যা পরিষ্কার করা খুব কঠিন
আপনি পাত্রে জমা চুন পরিষ্কার করতে ডিশ ক্লিনার ব্যবহার করতে পারেন। গ্যাসে ওই বাটি বসিয়ে ওর মধ্যে কয়েক ফোঁটা ক্লিদার দিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর স্ক্রাবার দিয়ে ঘষে তা পরিষ্কার করে নিতে হবে
পাত্রে ভাল করে লেবুর রস বা ভিনিগার মাখিয়ে রাখুন ২০ মিনিট। তারপর স্ক্রাবার দিয়ে তা ঘষে পরিষ্কার করুন। আবার হালকা গরম জলে ভিজিয়ে রাখুন ৫ মিনিট। এরপর ধুয়ে নিলেও জলের দাগ উঠে যাবে
আপনি যদি জল গরম করার পাত্রটি প্রতিদিন জল গরম করার পর স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করেন তাহলে পাত্রের তলায় ময়লা জমবে না
অ্যাপেল সিডার ভিনিগার বাড়িতে থাকলে তা দিয়েই প্রতিদিন বাটি, বালতি-তে দিয়ে কিছুক্ষণ রেখে ঘষে মেজে পরিষ্কার করে নিন। এতে জলের কোনও দাগ থাকবে না আর বাটিও পরিষ্কার থাকবে
খাওয়া-দাওয়ার অনিয়মে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। কোষ্ঠকাঠিন্যের পিছনে লাইফস্টাইলই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী থাকে।